Shani and Rahu Yuti: শনি-রাহু যুতি, গ্রহণের কালো ছায়া একে একে গ্রাস করবে সব, আপনার কী এই রাশি, তাহলে বিষম খারাপ দিন

Last Updated:
Shani and Rahu Yuti: রঙ নিয়ে যেদিন দোল খেলা সেদিনই চন্দ্রগ্রহণের যোগ তৈরি হয়েছে৷ যা বাধার সৃষ্টি করতে পারে৷ এই বছরের দোলের দিনে ভদ্রের ছায়াও পড়তে পারে৷ ফাল্গুনী পূর্ণিমা তিথিতে হোলিকা দহন করা হয়৷
1/9
দোলে এই রাশির জাতক-জাতিকার উপর গ্রহণের কালো ছায়া৷ তাই হোলিকা দহন বা ন্যাড়া পোড়া নির্দিষ্ট সময়ে করলে একাধিক রাশির জাতক -জাতিকা যাঁদের উপর ক্ষতির ছায়া তৈরি হয়েছে তাঁরা কিছুটা হলেও মুক্তি পেতে পারেন৷
দোলে এই রাশির জাতক-জাতিকার উপর গ্রহণের কালো ছায়া৷ তাই হোলিকা দহন বা ন্যাড়া পোড়া নির্দিষ্ট সময়ে করলে একাধিক রাশির জাতক -জাতিকা যাঁদের উপর ক্ষতির ছায়া তৈরি হয়েছে তাঁরা কিছুটা হলেও মুক্তি পেতে পারেন৷
advertisement
2/9
রঙ নিয়ে যেদিন দোল খেলা সেদিনই চন্দ্রগ্রহণের যোগ তৈরি হয়েছে৷ যা বাধার সৃষ্টি করতে পারে৷ এই বছরের দোলের দিনে ভদ্রের ছায়াও পড়তে পারে৷ ফাল্গুনী পূর্ণিমা তিথিতে হোলিকা দহন করা হয়৷
রঙ নিয়ে যেদিন দোল খেলা সেদিনই চন্দ্রগ্রহণের যোগ তৈরি হয়েছে৷ যা বাধার সৃষ্টি করতে পারে৷ এই বছরের দোলের দিনে ভদ্রের ছায়াও পড়তে পারে৷ ফাল্গুনী পূর্ণিমা তিথিতে হোলিকা দহন করা হয়৷
advertisement
3/9
পূর্ণিমা তিথি ২৪ মার্চ, সকাল ৮ টা বেজে ১৩ মিনিটে হবে৷ যা চলবে পরের দিন অর্থাৎ ২৫ মার্চ সকাল ১১টা বেজে ৪৪ মিনিটে পর্যন্ত৷
পূর্ণিমা তিথি ২৪ মার্চ, সকাল ৮ টা বেজে ১৩ মিনিটে হবে৷ যা চলবে পরের দিন অর্থাৎ ২৫ মার্চ সকাল ১১টা বেজে ৪৪ মিনিটে পর্যন্ত৷
advertisement
4/9
গ্রহের রাজা সূর্য  মার্চ মাসেই মীন রাশিতে প্রবেশ করছে৷ এর ফলে দুই গ্রহের যুতি থেকে গ্রহণ যোগ তৈরি হচ্ছে৷ এরই সঙ্গে হোলির দিন বা দোলের দিন এই বছরের প্রথম চন্দ্রগ্রহণের পরিস্থিতি তৈরি হয়েছে৷ যদিও ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না৷
গ্রহের রাজা সূর্য  মার্চ মাসেই মীন রাশিতে প্রবেশ করছে৷ এর ফলে দুই গ্রহের যুতি থেকে গ্রহণ যোগ তৈরি হচ্ছে৷ এরই সঙ্গে হোলির দিন বা দোলের দিন এই বছরের প্রথম চন্দ্রগ্রহণের পরিস্থিতি তৈরি হয়েছে৷ যদিও ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না৷
advertisement
5/9
দোলের দিন ৪ ঘণ্টা ৩৬ মিনিটের গ্রহণ যোগ তৈরি হবে৷ আর এর ফলে যে গ্রহণযোগ তৈরি হবে তাতে একাধিক রাশির জন্য প্রবল অসুবিধা তৈরি হবে৷ চন্দ্রগ্রহণ কন্যা রাশিতে তৈরি হচ্ছে৷ এই গ্রহণ মিথুন, সিংহ, মকর রাশির জন্য ভাল সময়ের পরিস্থিতি তৈরি হবে৷
দোলের দিন ৪ ঘণ্টা ৩৬ মিনিটের গ্রহণ যোগ তৈরি হবে৷ আর এর ফলে যে গ্রহণযোগ তৈরি হবে তাতে একাধিক রাশির জন্য প্রবল অসুবিধা তৈরি হবে৷ চন্দ্রগ্রহণ কন্যা রাশিতে তৈরি হচ্ছে৷ এই গ্রহণ মিথুন, সিংহ, মকর রাশির জন্য ভাল সময়ের পরিস্থিতি তৈরি হবে৷
advertisement
6/9
কুম্ভ রাশিতে চন্দ্রগ্রহণ, রাহু ও শনির জন্য প্রবল মুশকিলের পরিস্থিতি তৈরি হবে৷ কেরিয়ার ও ব্যবসায় প্রবল নেগেটিভ প্রভাব পড়তে থাকবে৷ অযথা টাকা বেরিয়ে যাবে জলের মতো৷
কুম্ভ রাশিতে চন্দ্রগ্রহণ, রাহু ও শনির জন্য প্রবল মুশকিলের পরিস্থিতি তৈরি হবে৷ কেরিয়ার ও ব্যবসায় প্রবল নেগেটিভ প্রভাব পড়তে থাকবে৷ অযথা টাকা বেরিয়ে যাবে জলের মতো৷
advertisement
7/9
একদিকে যেমন খরচ বৃদ্ধি পাবে অন্যদিকে তেমনি আয়ের উৎস কম হতে শুরু করবে৷ ফলে টাকার ব্যাপক টানাটানি শুরু হবে৷
একদিকে যেমন খরচ বৃদ্ধি পাবে অন্যদিকে তেমনি আয়ের উৎস কম হতে শুরু করবে৷ ফলে টাকার ব্যাপক টানাটানি শুরু হবে৷
advertisement
8/9
পরিস্থিতি এতটাই বিরূপ হবে টাকার যোগান দিতে ব্যাঙ্ক লোনেরও দ্বারস্থ হতে হবে৷ ঘরে অশান্তির পরিস্থিতি তৈরি হবে৷ গুরুত্বপূর্ণ কাজে বাধার পরিস্থিতি তৈরি হবে৷
পরিস্থিতি এতটাই বিরূপ হবে টাকার যোগান দিতে ব্যাঙ্ক লোনেরও দ্বারস্থ হতে হবে৷ ঘরে অশান্তির পরিস্থিতি তৈরি হবে৷ গুরুত্বপূর্ণ কাজে বাধার পরিস্থিতি তৈরি হবে৷
advertisement
9/9
কুম্ভের সঙ্গে সঙ্গে কন্যা, কর্কট, মেষ ও মীন রাশির জাতক-জাতিকাদেরও এই সময়টা বেশ খারাপ যাবে৷
কুম্ভের সঙ্গে সঙ্গে কন্যা, কর্কট, মেষ ও মীন রাশির জাতক-জাতিকাদেরও এই সময়টা বেশ খারাপ যাবে৷
advertisement
advertisement
advertisement