TRENDING:

বন্ধ হয়ে গেল শোয়েব আখতারের বায়োপিকের কাজ! আইনি হুমকি দিলেন পেসার

Last Updated:

Pakistani pacer Shoaib Akhtar ends his dream project Rawalpindi Express. বন্ধ হয়ে গেল শোয়েব আখতারের বায়োপিকের কাজ! আইনি হুমকি দিলেন পেসার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাহোর: কয়েকদিন আগেই পর্তুগালে ছুটি কাটাচ্ছিলেন বন্ধুর বাড়িতে। তারপর ফিরেছেন দেশে। ক্রিকেট নিয়ে এই মুহূর্তে খুব একটা আলোচনায় নেই শোয়েব আখতার। তবে তার সমর্থকদের এবং ভক্তদের একটি খারাপ খবর দিয়েছেন আখতার। শোয়েব আখতারের বায়োপিক 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' আপাতত নির্মাণ হচ্ছে না।
শোয়েবের স্বপ্নের প্রজেক্ট বন্ধ হয়ে গেল
শোয়েবের স্বপ্নের প্রজেক্ট বন্ধ হয়ে গেল
advertisement

এই বায়োপিক নিয়ে পাকিস্তান তথা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুণ আগ্রহ ছিল। কিন্তু নির্মাতার সঙ্গে মতবিরোধের কারণে বায়োপিকর সঙ্গে নিজেকে আর যুক্ত রাখতে চান না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন এই গতি তারকা। প্রয়োজনে আইনী ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন শোয়েব। গত বছর জুলাই থেকে শুরু হয়েছে শোয়েবের বায়োপিক তৈরির কাজ।

আরও পড়ুন - 'সেঞ্চুরির চেষ্টায় আছি '! সিরিজ জয় করে নিজের ব্যক্তিগত টার্গেট জানিয়ে দিলেন রোহিত শর্মা

advertisement

সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎই বায়োপিকের নির্মাতার সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে শোয়েবের। ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় নির্মাতার সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন। শোয়েবের এই সিদ্ধান্তে অনেকেই হতাশ। কেউ কেউ তাকে আরও একবার ভেবে দেখার অনুরোধও করছেন।

পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা শোয়েব আরও বলেন, মতবিরোধের বন্ধুত্বপূর্ণ সমাধান করা সম্ভব হল না। ক্রমাগত চুক্তি লঙ্ঘনের ফলে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হলাম। আমার জীবনের সব গল্পের অধিকার প্রত্যাহার করেছি আইনসিদ্ধ ভাবে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা সম্ভব নয়।

advertisement

আখতার মনে করেন সিনেমাটা তৈরি হলে শুধু পাকিস্তান নয়, সারা বিশ্বে তার ভক্তরা খুশি হতেন। জীবনের অনেক অজানা এবং অদেখা জিনিস দেখতে পেতেন সিনেমায়। সেটা হল না। তাই দর্শকদের জন্য তার খারাপ লাগছে। তবে এই সিনেমা নির্মাতাদের সঙ্গে কাজ করতে না পারলেও পরবর্তীকালে অন্য প্রজেক্টে তিনি কাজ করতে পারেন বায়োপিক নিয়ে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাওয়াল পিন্ডি এক্সপ্রেস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

শোয়েব সাম্প্রতিক সময় জানিয়েছিলেন যে যাই মনে করুন তিনি মনে করেন পাকিস্তানের ভারতের মাটিতে গিয়ে একদিনের বিশ্বকাপ অবশ্যই খেলা উচিত। ভারতকে তাদের মাঠে হারালে সেটাই সবচেয়ে বড় অপমানের জবাব দেওয়া হবে বলে মনে করেন আখতার।

বাংলা খবর/ খবর/খেলা/
বন্ধ হয়ে গেল শোয়েব আখতারের বায়োপিকের কাজ! আইনি হুমকি দিলেন পেসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল