কিন্তু এখন ভারত তার নিজের দেশ। পাকিস্তানে আর ফিরে যেতে চান না বহুবার বলেছেন। এমনকি প্রশ্ন কর্তা যখন তাকে জিজ্ঞেস করেন সচিন তেন্ডুলকর নাকি বিরাট কোহলি কাকে এক নম্বরে রাখবেন, সীমা বলেন অবশ্যই কোহলি। সুযোগ হলে ওর সঙ্গে দেখা করার স্বপ্ন আছে। গ্রেটার নয়ডার রাবুপুরায় সচিন মীনার বাড়িতে দিনভর মিডিয়ার ভিড় লেগেই থাকে ৷
advertisement
শুক্রবারও ছিল ৷ প্রচণ্ডে গরমে সাক্ষাৎকার দিতে দিতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে বাড়ির লোকেরা জানিয়েছেন ৷ সেই কারণে তাঁর চিকিৎসার প্রয়োজন পড়ে ৷ তবে তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়নি ৷ কিন্তু শনিবার বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে ৷ সেই কারণে এ দিন তাঁর সঙ্গে মিডিয়ার কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি ৷
তার এবং তার প্রেমিক মিনার ওপর পুলিশ এবং ভারতের বিভিন্ন এজেন্সির নজরদারি বজায় আছে। পাশাপাশি তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রয়োজন হলে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে পাকিস্তানে ফেরত পাঠানো হবে নাকি ভারতে রেখে দেওয়া হবে এই প্রসঙ্গে সরকার কিছু জানায়নি। তবে পাকিস্তানি ভাবির ওপর থেকে সন্দেহের চোখ সরানো হবে না এই ব্যাপারটা পরিষ্কার।