আবুধাবিতে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এদিন শুরু থেকেই ছন্দে পাওয়া যায় পাক অ্য়াটাকের প্রধান অস্ত্র শাহিন আফ্রিদিকে। শ্রীলঙ্কান ওপেনারদের দ্রুত সাজঘরে পাঠান শাহিন। একইসঙ্গে হুসেইন তালাত ও হ্যারিস রউফও ভাল বোলিং করেন। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। কামিন্ডু মেন্ডিস ৫০ রানের ইনিংস না খেললে লড়াই করার মত স্কোরও করতে পারত না শ্রীলঙ্কা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৩টি, হ্যারিস রউফ ও হুসেইন তালাত ২টি করে এবং আবরার আহমেদ একটি উইকেট নেন।
advertisement
১৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন সাহিবজাদা ফারহান ও ফখর জামান। ওপেনিং জুটিতে ৪৫ রান যোগ করেন তাড়া। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল সহজেই জিতবে পাকিস্তান। কিন্তু তারপর নিয়মিত ব্যাবধানে উইকেট হারিয়ে ৮০ রানে ৫ উইকেট হয়ে যায় পাকিস্তানের স্কোর। ওয়ানিন্দু হাসরঙ্গা ও মাহিশ থিকসানা ২টি করে উইকেট নেন।
আরও পড়ুনঃ IND vs BAN: পাকিস্তানের পর এবার পালা বাংলাদেশের! উইনিং কম্বিনেশন ভাঙবে ভারত! দলে বড় বদল? বিরাট চমক!
অর্ধেক পাকিস্তান দল সাজঘরে ফিরতেই হাড্ডাহাড্ডি হয়ে যায় লড়াই। কিন্তু চাপের মুহূর্তে হুসেইন তালাত ও মহম্মদ নওয়াজ ঠান্ডা মাথায় অনবদ্য ব্যাটিং করেন। ঝুঁকি না নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান দুজনে। জয়ের কাছে পৌছানোর পর হাক খোলেন তারা। অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন দুজনে। শেষ পর্যন্ত ১৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যায় পাক দল। নওয়াজ ৩৮ ও তালাত ৩২ রানে অপরাজিত থাকেন।