ফাইনালের আগে অনুশীলনে কোনও খামতি রাখছে না বাবর আজমের দল। যাবতীয় ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করছেন। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নেটে ব্যাটিং অনুশীলন করছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। আর তাকে বোলিং করছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করেন শাহিন আফ্রিদি সহ অন্যান্য বোলাররা।
advertisement
আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে দলের কাছ থেকে টোটাল ক্রিকেট চাইছে পাকিস্তানের কোচ সাকলাইন মুস্তাক ও মহম্মদ ইউসুফ। তাই দলে স্পেশালিস্ট বিভাগের ক্রিকেটার অর্থাৎ ব্যাটারদের কাছ থেকে শুধু ব্যাট, বোলারদের কাছ থেকে শুধু বোলিং, এমন ভাবনা থেকে দলকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন। ফাইনালের মত বড় ম্যাচে ক্রিকেটারদের সবরকম পরিস্থিতির জন্য তৈরি রাখতে চাইছেন পাক কোচিং স্টাফ।
আরও পড়ুনঃ নতুন নিয়ম টি-২০ বিশ্বকাপ ফাইনালে, তারপরও চিন্তায় পাকিস্তান ও ইংল্যান্ড
প্রসঙ্গত, ফাইনালের আগে দুই দল কঠিন অনুশীলন করলেও চিন্তায় রয়েছে সকলেই। সেই কারণ প্রতিপক্ষের থেকে বেশি মেলবোর্নের আবহাওয়া। কারণ হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী মেলবোর্নে রবিবার একশো শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী রিজার্ভ ডে-তেও ৯৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে খেলা হওয়া নিয়ে আশঙ্কায় পাকিস্তান ও ইংল্যান্ড দুই দল।