রবিবার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপ ২০২২-এর মেগা ফাইনাল। বড় ম্যাচে নামার আগে সাংবাদিক বৈঠকে আইপিএল সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে হয় বাবর আজমকে। সেই সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে বাবর আজম আইপিএল সংক্রান্ত প্রশ্ন শুনে পুরোপুরি বিব্রত হয়ে পড়েন। কোনও উত্তর দেওয়ায়, বাবরের হয়ে উত্তর দিয়ে দেন পাক দলের মিডিয়া ম্যানেজার।
advertisement
ভিডিওতে দেখা যায় এক সাংবাদিক বাবর আজমকে প্রশ্ন করেন, “আইপিএল খেলার সুবিধাগুলি সম্পর্কে কথা বলুন, এমন কিছু যা আপনি মনে করেন যে আপনি এবং আপনার দলকে সাহায্য করবে এবং ভবিষ্যতে কি এমন কিছুর জন্য আপনার কোন আশা আছে?” কোনও উত্তর না দিয়ে বাবর মিডিয়া ম্যানেজারের দিকে তাকান। পাক দলের মিডিয়া ম্যানেজার পরিস্থিতি সামাল দিয়ে জানান,"এখন আমরা বিশ্বকাপ ফাইনাল নিয়ে প্রশ্ন গ্রহণ করছি, আইপিএল নিয়ে নয়।"
আরও পড়ুনঃ বিশ্বকাপ জিতলেই লিপ্ত হবেন উদ্দাম যৌনতায়, তারকা ফুটবলারকে অফার সুপার হট মডেলের
প্রসঙ্গত, দুই দেশের রাজনৈতির সম্পর্কের অবনতির কারণে বন্ধ রয়েছে ভারত-পাকিস্কান দ্বিপাক্ষিক সিরিজ। আইপিএলেও খেলার অনুমতি নেই পাকিস্তান ক্রিকেটারদের। ২০০৮ সালের আইপিএলের ইদ্বোধনী মরসুমে একবারই খেলেছিব পাকিস্তান ক্রিকেটাররা। ২০০৯ সালে থেকে আর খেলার অনুমতি পাননি পাকিস্তান ক্রিকেটাররা।