দেশটির প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার পাকিস্তান দলকে মাথা উঁচিয়ে রাখতে বলেছেন। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ জিতবে পাকিস্তান—সে ভবিষ্যদ্বাণীও করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, পাকিস্তান দল দারুণ খেলেছে। দলটা ফাইনালে জায়গা করে নিয়েছে। আমাদের বোলিং পুরো বিশ্বকাপেই ভাল করেছে।
আরও পড়ুন - পাকিস্তান হারতেই সোশ্যাল মিডিয়ায় বোমা শামির ! ধুয়ে দিলেন শোয়েবকে
advertisement
ভাগ্য ভাল ছিল ঠিকই। তবে পাকিস্তান ভাল খেলেই ফাইনালে জায়গা করে নিয়েছিল। বাবররা ফাইনালের খেলার যোগ্য দল। এবার ব্যর্থ হলেও আগামী বছর ভারতের মাটিতে পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপ জিতবে বলে বিশ্বাস শোয়েবের। তাঁর কথা, আমি পাকিস্তান দলের পাশে আছি। কোনো চিন্তা নেই। দল হেরেছে, কষ্ট পেয়েছি, হতাশ হয়েছি। কিন্তু জাতীয় দলের সঙ্গে আছি।
আমরা ভারতের মাটিতে বিশ্বকাপ জিতব। দেখিয়ে দেব পাকিস্তান লড়তে জানে। অবশ্যই কাজটা সহজ হবে না। কিন্তু আমি বিশ্বাস করি একদিনের ক্রিকেটেও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আছে পাকিস্তানের। ভারতের মাটিতে সেটা করে দেখাতে পারলে তার চেয়ে ভাল আর কী হতে পারে? সেই চেষ্টাই করতে হবে পাকিস্তানকে।
ফাইনাল হেরে যাওয়ার জন্য যারা পাকিস্তান দলকে ট্রোল করছেন ভারতের মাটিতে বিশ্বকাপ জিতলে তাদের মুখগুলো দেখতে চাইব। ঈশ্বর হয়তো আমার এই ইচ্ছে পূর্ণ করবেন। শোয়েব মনে করেন পাকিস্তান টিম ম্যানেজমেন্টর প্রয়োজন এই মুহূর্তে ছেলেদের পাশে থাকা, তাদের ভারতের মাটিতে হতে চলা একদিনের বিশ্বকাপের জন্য মোটিভেট করা।
চির প্রতিদ্বন্দ্বী দেশের মাটি থেকে বিশ্বকাপ তুলতে পারলে তার থেকে ভাল প্রাপ্তি পাকিস্তানের জন্য অন্য কিছু হতে পারে না এটা বলার প্রয়োজন নেই।