কলকাতা এসে জোম্যাটো থেকে খাবার অর্ডার করে খেল পাকিস্তান ক্রিকেট দল। জে ডাব্লু ম্যারিয়েটে রয়েছে পাকিস্তান। পার্ক সার্কাসের জমজম রেস্তোঁরা থেকে বিরিয়ানি, কাবাব অর্ডার করে পাকিস্তান ক্রিকেট দল।
ধর্মীয় রীতি অনুসারে মুসলিমদের হালাল রেস্তোঁরা থেকে খাবার খাওয়া নির্দেশ থাকে৷ তাই পার্ক সার্কসের জমজমের ভাগ্যেই শিকে ছেঁড়ে৷ মধ্য কলকাতার কোয়েস্ট মলের বিপরীতেই এই রেস্তোঁরা৷ সেখান থেকেই অর্ডার আসে পাক ক্রিকেট দলের জন্য।
advertisement
এদিকে শনিবার বিমানবন্দরে এদিন নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগেই পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। রাজ্য সরকারের উদ্যোগে রিজার্ভ লাউঞ্চে দলকে বসানো হয়। ক্রিকেটারদের দই ,মিষ্টি এবং প্যাটিস খাওয়ানো হয়।ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ খেলতেই কলকাতায় এলো তারা।
মঙ্গলবার ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্স বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট টিম। কাগজে কলমে অঙ্কের বিচারে পাকিস্তান টিকে থাকলেও কার্যত সেমিফাইনালে পৌঁছানো প্রায় অসম্ভব তাদের। ৬ টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে হেরে তাদের সংগ্রহ এই মুহূর্তে মাত্র ৪ পয়েন্ট। তাই সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে বাংলাদেশের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ জিততেই হবে। শনিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় কলকাতা বিমানবন্দর।