পাকিস্তান বনাম নেদারল্যান্ডস: ৭ ফেব্রুয়ারি, কলম্বো
পাকিস্তান বনাম USA: ১০ ফেব্রুয়ারি, কলম্বো
পাকিস্তান বনাম ভারত: ১৫ ফেব্রুয়ারি, কলম্বো
পাকিস্তান বনাম নামিবিয়া: ১৮ ফেব্রুয়ারি, কলম্বো

দলে জায়গা পেয়েছেন ব্যাটার বাবর আজম। তবে মহম্মদ রিজওয়ানকে অন্তর্ভুক্ত করা হয়নি। বোলার হারিস রউফও দলের বাইরে রয়েছেন। হারিস রউফের অনুপস্থিতিতে পাকিস্তানের পেস আক্রমণের দায়িত্ব থাকবে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহের উপর। পাকিস্তান তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি, নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
খারাপ ফর্মের মধ্য দিয়ে গেলেও বাবর আজম এই দলে জায়গা করে নিতে পেরেছেন। অনেকের ধারণা ছিল, তাঁকে হয়তো বাইরে রাখা হবে। সম্প্রতি বাবর আজম প্রথমবার বিগ ব্যাশ লিগে খেলেছেন, যেখানে তাঁর পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। সিডনি সিক্সার্সের হয়ে খেলতে নেমে তাঁর ব্যাট থেকে রান আসেনি বললেই চলে। কয়েকটি ম্যাচে অল্প কিছু রান করেছিলেন, সেখানেও তাঁর স্ট্রাইক রেট ছিল অত্যন্ত খারাপ।
advertisement
আরও পড়ুন- বিয়ের মণ্ডপেই ‘অন্য নারীর সঙ্গে ধরা’! পলাশ মুচ্ছলকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
পাকিস্তানের এই দলে ফাহিম আশরফ, শাদাব খান এবং মহম্মদ নওয়াজের মতো বেশ কয়েকজন ভাল অলরাউন্ডারও রয়েছেন পাকিস্তানকে টি-২০ বিশ্বকাপের জন্য গ্রুপ A-তে রাখা হয়েছে, তাদের সঙ্গে সহ-আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত, নেদারল্যান্ডস, আমেরিকা এবং নামিবিয়া আছে।
পাকিস্তান দুটি গ্রুপ ম্যাচ খেলার পর ভারতের মুখোমুখি হবে। ৭ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ আমেরিকার বিরুদ্ধে খেলবে। এর পর পাকিস্তানের টক্কর ভারতের সাথে হবে ১৫ ফেব্রুয়ারি। যেহেতু ভারত ও পাকিস্তান সাধারণত নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলে, তাই ওই ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারণ করা হয়েছে। ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচটির জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছে।
পাকিস্তানের টি-২০ বিশ্বকাপের দল- সলমান আলি আগা (ক্যাপ্টেন), আবরার আহমদ, বাবর আজম, ফাহিম আশরফ, ফখর জামান, খাজা মহম্মদ নফে (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, মহম্মদ সালমান মিরজা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান, উসমান তারিক।
পাকিস্তান বনাম নেদারল্যান্ডস: ৭ ফেব্রুয়ারি, কলম্বো
পাকিস্তান বনাম USA: ১০ ফেব্রুয়ারি, কলম্বো
পাকিস্তান বনাম ভারত: ১৫ ফেব্রুয়ারি, কলম্বো
পাকিস্তান বনাম নামিবিয়া: ১৮ ফেব্রুয়ারি, কলম্বো