মালিক কতটা অভিজ্ঞ, সেটির ছোট্ট একটা উদাহরণ হতে পারে ক্যারিয়ারে তাঁর দলের সংখ্যা। এখনো পর্যন্ত পাকিস্তান দল ছাড়াও তিনি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ১৬টি ভিন্ন দলের হয়ে খেলেছেন। শোয়েব মালিক বয়স নিয়ে চিন্তিত না হয়ে অভিজ্ঞতাকে মূল্যায়ন করারই অনুরোধ জানিয়েছেন সবাইকে। আমাদের কারোরই বয়স নিয়ে মাথা ঘামানো উচিত নয়।
আরও পড়ুন - অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টে শীর্ষস্থানে ভারত, তিন ফরম্যাটেই সেরা রোহিতরা
advertisement
নোভাক জোকোভিচ ৩৬ বছর বয়সে যদি গ্র্যান্ড স্লাম জেতে, তাহলে সেই উদাহরণ মাথায় নিয়ে আমাদের দেখা উচিত, কেউ তরুণদের সঙ্গে খেলে যেতে পারছে কি না! আমাদের দেখা উচিত কোনো বয়স্ক খেলোয়াড়কে ফিল্ডিংয়ের সময় আড়াল করতে হচ্ছে কি না, কিংবা সে ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট করছে কি না! বয়স নিয়ে শোয়েব মালিকের উত্তরটা ছিল বেশ মজার।
তিনি উদাহরণ টেনেছেন বলিউড তারকা শাহরুখ খান আর টেনিসের ২২ গ্র্যান্ড স্লাম বিজয়ী তারকা নোভাক জোকোভিচের, শাহরুখ খান এই বয়সে সম্প্রতি একটা ছবি সুপারহিট করিয়েছেন। জোকোভিচ ৩৬ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন।
শাহরুখকে তাঁর সাম্প্রতিক ছবিতে দেখে তো মনে হয়েছে “ওল্ড ইজ গোল্ড”। শোয়েব মালিক পাকিস্তানের একদিনের ক্রিকেট দলের ফিরতে পারেন এমন সম্ভাবনার কথা জানিয়েছিলেন পিসিবি সভাপতি নাজম শেঠি। শোয়েব নিজেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।