TRENDING:

পাকিস্তানের হিন্দু ক্রিকেটার শেয়ার করলেন করাচিতে মন্দির ভাঙচুরের ভিডিও, ভাইরাল ভিডিও

Last Updated:

তিনি পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) কাছে ধর্মীয় স্বাধীনতা অক্ষুন্ন রাখার আর্জি জানিয়েছেন৷ দানিশ কানেরিয়া (Danish kaneria) পাকিস্তানের সেই হাতে গোনা কয়েকজন হিন্দু ক্রিকেটারের মধ্যে একজন যিনি জাতীয় দলের জার্সি গায়ে পাকিস্তানের হয়ে খেলেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#করাচি: পাকিস্তানের (Pakistan)  সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা ফের সামনে এসেছে৷ এবারে মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে৷ পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া (Danish kaneria) এই ঘটনার একটা ভিডিও (Danish kaneria shared video) শেয়ার করেছেন৷ সেই ভিডিও দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে হয়েছে ভাইরাল ভিডিও (viral video)৷  তিনি টেস্ট ক্রিকেটও খেলেছেন পাকিস্তানের ক্রিকেটের জার্সি গায়ে৷ তিনি পাকিস্তানের  (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)  কাছে ধর্মীয় স্বাধীনতা অক্ষুন্ন রাখার আর্জি জানিয়েছেন৷ দানিশ কানেরিয়া  (Danish kaneria) পাকিস্তানের সেই হাতে গোনা কয়েকজন হিন্দু ক্রিকেটারের মধ্যে একজন যিনি জাতীয় দলের জার্সি গায়ে পাকিস্তানের হয়ে খেলেছেন৷
danish kaneria shared video of temple vandalism in karachi
danish kaneria shared video of temple vandalism in karachi
advertisement

পাকিস্তানের (Pakistan) জার্সিতে ৬১ টি টেস্ট খেলেছেন দানিশ কানেরিয়া (Danish kaneria) বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন৷ ভিডিও একটি মন্দিরের৷ এই মন্দিরের ভিতরে ভাঙচুর চালানো হয় এমনকি ঠাকুরের মূর্তিরও ক্ষতি করা হয়৷

৪১ বছরের দানিশ কানেরিয়া নিজের কু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘করাচির মধ্যে, ধার্মিক স্বতন্ত্রতা -র সঙ্গে আপোশ করা উচিত নয়, এতে পাকিস্তানের নাম খারাপ হচ্ছে৷ আমি প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)  কাছে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি৷ ’’

advertisement

দেখে নিন হিন্দু মন্দিরে ভাঙচুরের সেই ভাইরাল ভিডিও (viral video)৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

দানিশ কানেরিয়া পাকিস্তানের জন্য ৭৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি৷ এতে ৬১ টেস্ট, ১৮ টি একদিনের ম্যাচ খেলতে হয়েছে৷ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি৷ তিনি এর আগে তাঁর সতীর্থ খেলোয়াড়দের বিরুদ্ধে ভেদভাবের অভিযোগ করেছিলেন আগেই৷ কানেরিয়া কয়েক বছর আগেই অভিযোগ করেছিলেন যে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের সময় তাঁর দলের বেশ কিছু সতীর্থ ক্রিকেটার ধর্মের কারণে তাঁর সঙ্গে ভেদভাব করেছেন৷ দানিশ কানেরিয়া এর আগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগেও অভিযুক্ত হয়েছেন৷ তাঁর ওপর ক্রিকেট থেকে আজীবন নির্বাসনের শাস্তি রয়েছে৷ দানিশ কানেরিয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিন্ধ হাইকোর্টে আবেদন করেছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পাকিস্তানের হিন্দু ক্রিকেটার শেয়ার করলেন করাচিতে মন্দির ভাঙচুরের ভিডিও, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল