প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার তনভীর আহমেদ তার ইউটিউব চ্যানেলে ভারতের জয় নিয়ে বলতে গিয়ে বলেছেন,”আইসিসি প্রধান জয় শাহ দুবাইতে ভারতের পক্ষে পিচ তৈরি করে দিয়েছেন। তাই এই জয় ভুয়ো ও অর্থহীন। ব্লু দলের উচিত তাদের ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জয়কে ডাস্টবিনে ফেলে দেওয়া কারণ এটি মূল্যহীন।”
পাকিস্তানের পিচকে দুবাইয়ের সাথে তুলনা করে তনভীর বলেন, “পাকিস্তানে স্পিনারদের জন্য কোনও সাহায্য ছাড়াই একটি উপযুক্ত ব্যাটিং পিচ ছিল। ভারত যদি সেখানে খেলত, তাহলে তারা ভালো করত, কিন্তু তাদের স্পিনাররা আধিপত্য বিস্তার করত না। তাই এটি ভারতের জন্য একটি বিশাল সুবিধা ছিল। এই ধরনের জয়কে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। এটি আসল জয় নয়। কেন তারা পাকিস্তানে আসেনি?”
advertisement
আরও পড়ুনঃ IPL 2025: বিসিসিআই থেকে বর্তমানে কত টাকা পেনশন পান ধোনি? আইপিএলের আগে জেনে নিন অজানা তথ্য
প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে হারের পর থেকেই পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার নানা মত দিয়েছেন। কেউ কেউ ভারতের খেলার প্রশংসাও করেছেন। কিন্তু তনভীর আহমেদের মত এমন আক্রমণ কেউ করেনি। সোশ্যল মিডিয়াতে ভারতীয় ফ্যানেরাও যোগ্য জবাব দিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে।