আরও পড়ুন- করোনার টিকা না নেওয়ার ধনুকভাঙা পণ! শেষ পর্যন্ত জকোভিচই 'জিতলেন'
মানুষ নিজেদের ঘরে থাকতে বাধ্য হচ্ছে আরও একবার। আর এই কঠিন সময়ে ফের সামাজিক যোগাযোগ মাধ্যম যেন যোগাযোগের সেরা মাধ্যম হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার সাহায্যে মানুষ সময় কাটাচ্ছে। এই জন্য প্রতিদিন শয়ে শয়ে ভিডিও শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ভিডিও। এই ভিডিওতে পাকিস্তানি ক্রিকেটার ওয়াহাব রিয়াজকে মাঠের বাইরে ছোলা ভাজতে দেখা যাচ্ছে। ওয়াহাব রিয়াজের এই স্টাইল মানুষ খুব পছন্দ করেছে। ক্রিকেট মাঠে আক্রমনাত্মক ওয়াহাবকে বাইরে খুব শান্ত দেখাচ্ছিল।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়াহাব রিয়াজ ছোলা বিক্রি করছেন। একজন কাস্টমার এসে দাঁড়ালে ওয়াহাব জিজ্ঞেস করছেন- আমি কী বানাবো বলুন, আর কত টাকার বানাবো? একথা শুনে খদ্দের হাসতে শুরু করেন। তার পরই ওয়াহাবকে উনুনে চাপানো একটি কড়াইতে ছোলা ভাজতে দেখা যায়।
আরও পড়ুন- এক বছরের বাচ্চার বাবা-মা-র শোওয়ার সময় নিয়ে সত্যি সামনে আনলেন অনুষ্কা
কিছুক্ষণ ছোলা ভাজার পর ওয়াহাব দোকানদারকে বলেন- এই কাজটা শুধু আপনিই করতে পারবেন। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে একটি গাড়ি পার্ক করা দেখা যাচ্ছে। যা দেখে মনে হচ্ছে ওয়াহাব গাড়ি থেকে নেমে সেই দোকানে গিয়ে ছোলা ভাজছিলেন। ওয়াহাব নিজেই তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটি এখন পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার মানুষ দেখেছেন।