Happy Birthday Vamika: বিরাটের সঙ্গে কখন শুতে যান! নিজেই জানালেন অনুষ্কা

Last Updated:

Happy Birthday Vamika: এক বছরের বাচ্চার বাবা-মা-র শোওয়ার সময় নিয়ে সত্যি সামনে আনলেন অনুষ্কা

Happy Birthday Vamika
Happy Birthday Vamika
advertisement
#কেপটাউন: বাবা বিরাট কোহলি (Virat Kohli) দেশের জার্সিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) তৃতীয় টেস্ট (3rd Test) ম্যাচ খেলছেন৷ আর কেপটাউনে তৃতীয় টেস্ট (3rd Test) শুরু শুধু তাঁর কেরিয়ারের মাইল ফলক একটি ম্যাচ হওয়ার জন্যেই খালি বিশেষ হল না, এটা তাঁর মেয়ের এক বছরের জন্মদিন৷ ১১ জানুয়ারি ২০২১এ  জন্মেছে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) সন্তান ভামিকা (Vamika) ৷ আর আজ সে একবছরের হয়ে গেল৷ অর্থাৎ সোজাকথায় আজ ভামিকার প্রথম বার্থডে (Happy Birthday Vamika)৷ মেয়ের প্রথম জন্মদিন তাই হয়ত দিনের দ্বিতীয় পর্বে সেলিব্রেট করবেন বিরুষ্কা৷
advertisement
এদিকে ভামিকা আবার ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে একই দিনে জন্মদিন (Birthday) ভাগ করে নিচ্ছে ফলে এদিন টিম ইন্ডিয়ার পক্ষ থেকেও নিশ্চিত ভাবেই সেলিব্রেশন থাকবে৷ বিরাট কোহলির ৯৯ তম টেস্ট অধিনায়কত্বের ম্যাচ, রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)  ৪৯ এবং ভামিকার ১ সবমিলিয়ে বিষয়টা নিঃসন্দেহে জোরদার৷
advertisement
এদিকে মেয়ে ভামিকার (Vamika) প্রথম জন্মদিনের ঠিক আগের রাতেই এক মজার স্টোরি শেয়ার করেছেন অনুষ্কা শর্মা৷ ১০ জানুয়ারি রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা শর্মা তাঁর ও বিরাটের ছবি দিয়ে নিজেদের বিছানায় শুতে যাওয়ার সময় জানিয়েছেন সকলকে৷ সেখানে অনুষ্কা লিখেছেন, ‘‘Who goes to bed at 930pm?”- অর্থাৎ ‘‘রাত সাড়ে নটার সময় কে বিছানায় শুতে যায়?’’
advertisement
দেখে নিন অনুষ্কা শর্মার  (Anushka Sharma) শেয়ার করা সেই স্টোরি
advertisement
গত বছর আজকের দিনেই অনুষ্কা শর্মা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নিজেদের পরিবারের ছবি পোস্ট করে ভামিকার জন্মের সুখবর দিয়েছিলেন৷ গর্বের সঙ্গে বাবা ও মা দুজনেই নিজেদের খুদে সন্তানকে হাতে ধরেছিলেন৷
advertisement
স্টারকিডদের নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা থাকেই, কিন্তু বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা  (Anushka Sharma) চেয়েছিলেন তাঁদের মেয়ের ছবি লোকচক্ষুর অন্তরালে থাকুক, মেয়ের নিজের সম্মতি না পাওয়া অবধি৷ তাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিভিন্ন লেস্টেস্ট পোস্ট আপলোড করলেও ভামিকার মুখ এখনও তাঁর পরিবার ও বন্ধুদের বাইরে কেউই দেখেনি৷
advertisement
View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা দুজনেই নিজেদের সন্তান ভামিকাকে নিয়ে উচ্ছ্বসিত ৷ তবে তার পাশাপাশি সন্তানের মুখ চেয়ে বাবা-মাকে যে নিজেদের জীবনে আমূল পরিবর্তনও করে ফেলতে হয় অনুষ্কা শর্মা নিজেদের বেডটাইম শেয়ার করে সেই বার্তাটাও দিতে চেয়েছেন৷ ভামিকাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন বহু মানুষ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Happy Birthday Vamika: বিরাটের সঙ্গে কখন শুতে যান! নিজেই জানালেন অনুষ্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement