ভারত-পাকিস্তান, দুই দেশের প্রাক্তন তারকারা বারবার বলেছিলেন, প্রথম ওভারে শাহিন আফ্রিদি বোমা ফেলতে পারেন। তাঁদের আশঙ্কা সত্যি হল। প্রথম ওভারে শাহিন যে লেট সুইংয়ে রোহিতকে আউট করলেন তাতে তাঁর জাত চেনা যায়। আর নিজের দ্বিতীয় ওভারে কে এল রাহুলকে তুলে নেওয়ার পর শাহিন আফ্রিদি বুঝিয়ে দিলেন, কেন তাঁকে ওপেনারদের ত্রাস বলা হয়! রোহিত, রাহুলের উইকেট তুলে শাহিদ আফ্রিদির জামাই ভারতীয় শিবিরে যেন আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন- রাজাপক্ষে ও আসালঙ্কা বাংলাদেশের আশায় ঢালল জল, জিতল শ্রীলঙ্কা
প্রাক্তন তারকারা বারবার বলেছিলেন, শাহিন আফ্রিদির প্রথম দশটা ডেলিভারি সব থেকে গুরুত্বপূর্ণ। সেই দশটা ডেলিভারির মধ্যে প্রতিটাই উইকেট তোলার টার্গেট নিয়ে করেন শাহিন। টি-২০ ক্রিকেটে রান আটকানো তাঁর উদ্দেশ্য থাকে না। কারণ তিনি আসেন ইনিংসের শুরুতে। সেই সময় উইকেট তোলাটাই তাঁর কাছে চ্যালেঞ্জ। শাহিদ আফ্রিদির হবু জামাই শুরুতেই উইকেট তুলে নিতে পারদর্শী। আর রোহিত শর্মার বাঁ-হাতি পেসারদের প্রতি দুর্বলতা রয়েছে। সেই ব্যাপারেও প্রাক্তন তারকারা সাবধান করেছিলেন। এদিন যেন সব আশঙ্কাই সত্যি হয়ে গেল।
ইয়ান বিশপের মতো কেউ কেউ বলেছিলেন, শাহিন আফ্রিদি পাকিস্তান দলের কোহিনূর। যে পেস অ্যাটাকের জন্য পাকিস্তান জনপ্রিয় সেই পরম্পরা শাহিনের অস্থি-মজ্জায় রয়েছে। ভারতের বিরুদ্ধে নেমে সেটাই প্রমাণ করে দিলেন শাহিন। আক্রম, ওয়াকারদের দেশের পেস অ্যাটাক পরম্পরার যোগ্য উত্তরসূরী তিনি।
