ICC T20 World Cup: রাজাপক্ষে ও আসালঙ্কা বাংলাদেশের আশায় ঢালল জল, জিতল শ্রীলঙ্কা

Last Updated:

টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) যোগ্যতা অর্জনপর্বের ধাপ পেরিয়ে সুপার ১২ -র প্রথম ম্যাচে ঝকঝকে পারফরম্যান্স বাংলার বাঘেদের৷ কিন্তু আসালঙ্কার ৮০ ও রাজাপক্ষের ৫৩ একেবারে বাংলাদেশের বোলতি বন্ধ করে দিল৷

ICC T20 World Cup:  Bangladesh looses against Sri Lanka in Super 12
ICC T20 World Cup: Bangladesh looses against Sri Lanka in Super 12
#কলকাতা: যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে হার- সেটাই যেন আই ওপেনার হয়ে গেল বাংলাদেশের এমনটা যখন মনে হচ্ছিল তখনই ম্যাচ বার করে নিয়ে গেল শ্রীলঙ্কা৷ ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে গেল শ্রীলঙ্কা৷  টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) যোগ্যতা অর্জনপর্বের ধাপ পেরিয়ে সুপার ১২ -র প্রথম ম্যাচে ঝকঝকে পারফরম্যান্স বাংলার বাঘেদের৷ কিন্তু আসালঙ্কার ৮০ ও রাজাপক্ষের ৫৩ একেবারে বাংলাদেশের বোলতি বন্ধ করে দিল৷  রবিবাসরীয় ব্লকবাস্টারে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের আগেই সোজা কথায় জল গরম করে দিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা৷ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka) ৷
টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka) ম্যাচে ১৬ বলে ১৬ রান করে লিটন দাস (Liton Das) প্যাভিলিয়নে ফেরেন৷
advertisement
প্রথম আঘাতটা করেন কুমারা৷ কুমারার বলে একটু বেশি ক্রিয়েটিভ শট খেলতে গিয়ে আউট হন লিটন৷ কিন্তু বিশ্বকাপের ম্যাচ উত্তেজনা একটু বেশিই ছিল৷ লিটন ও কুমারার মধ্যে প্রথমে কথা বিনিময় হয়, তারপর লিটন দাস কুমারার দিকে এগিয়ে যান৷ তাঁদের দূরে সরিয়ে দেওয়া হয়৷ আসরে নামেন অন্য ওপেনার মহম্মদ নইম৷ তিনিও কুমারাকে কনুই দিয়ে ঠেলেন৷
advertisement
এরপর অবশ্য শাকিবও (Shakib Al Hasan) বেশিক্ষণ ক্রিজে টেকেননি৷ বাংলাদেশি অলরাউন্ডারের অবদান ৭ বলে ১০ রান৷ তাঁর উইকেট নেন করুণারত্নে৷ কিন্তু মুশফিকুর রহিমের (Mushfiqur Rahim) সঙ্গে জুটি বেঁধে মহম্মদ নইম  (Mohammad Naim )
advertisement
বাংলাদেশকে এক মজবুত রানের ভিত দেন৷ ৫২ বলে ৬২ রান করেন নইম৷ তাঁর ইনিংস সাজানো ৬ টি চার দিয়ে৷ অন্যদিকে মুশফিকুর ৩৭ বলে ৫৭ রানের এক ধামাকা ইনিংস খেলেন৷ তাঁর ইনিংস সাজানো পাঁচটি চার ও দুটি ছয় দিয়ে৷
নইম ফার্নান্দোর শিকার হলেও মুশফিকুর রহিম অপরাজিত থাকেন৷ আতিফ হুসেন ৭ রান করে রানআউট হন৷ অধিনায়ক মহম্মদুল্লা ১০ রান করেন৷
advertisement
এদিকে রান তাড়া করতে নেমে  শুরুতেই কুশল পেরেরার উইকেট খুইয়ে ধাক্কা খায় শ্রীলঙ্কা৷ উইকেট নেন নওসম আহমেদ৷ ২১ বলে ২৪ রান করা নিশঙ্কাকে আউট করেন শাকিব আল হাসান৷  এরপর ছারিথ আসালঙ্কা এবং ভানুকা রাজাপক্ষে শ্রীলঙ্কার দিকে ম্যাচ ঘুরিয়ে নেন৷ মাঝে অবশ্য ব্যাট হাত ফ্লপ আভিস্কা ফার্নান্দো ও ডিসিলভা৷
এদিন আসালঙ্কা এদিন নিজের ইনিংসে ৫ টি চার ও ৫ টি ছয় মারেন৷ রাজাপক্ষে ৩টি চার ও ৩ টি ছয় মারেন৷ ফলে বাংলাদেশের মুখ থেকে জয়ের গন্ধ ছিনিয়ে জয় দিয়ে সুপার ১২ শুরু করল শ্রীলঙ্কা৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: রাজাপক্ষে ও আসালঙ্কা বাংলাদেশের আশায় ঢালল জল, জিতল শ্রীলঙ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement