আরও পড়ুন - সূর্য কুমার একা নয়, সমগ্র ভারতীয় ব্যাটিং ইউনিট নিয়ে চিন্তায় পাক অধিনায়ক বাবর
ভারতীয় ব্যাটারদের সবথেকে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিপক্ষের বাঁহাতি পেসাররা। ট্রেন্ট বোল্ট, মার্কো জানসেন থেকে ওবেড ম্যাককয়রা বারবার সমস্যায় ফেলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের তো নাভিশ্বাস উঠে গিয়েছিল।
advertisement
২০২১ টি-২০ বিশ্বকাপে শাহিন একাই ভারতীয় টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন। ২০২২ সালের আসন্ন টি-২০ বিশ্বকাপেও ভারত তাদের অভিযান শুরু করবে পাকিস্তান দলের বিরুদ্ধে। তার আগে ভারতীয় ব্যাটারদের মূল্যবান পরামর্শ দিলেন ভারতের হয়ে জোড়া বিশ্বকাপজয়ী গৌতম গম্ভীর। তার মতে শাহিনের বিরুদ্ধে উইকেট বাঁচিয়ে নয় ওকে আক্রমণ করে খেল।
গম্ভীর বলেন শাহিনের কথা যখন আমি বলব তখন এটা বলব ওর বিরুদ্ধে শুধুমাত্র নিজের উইকেট বাঁচিয়ে রাখার ভাবনা ভেব না। ওর বিরুদ্ধে রান করার কথাও ভাব। কারণ যখন শুধুমাত্র তুমি উইকেট বাঁচিয়ে রাখার খেলাটাই খেলবে তখন অনেক কিছুই বেশ ছোট হয়ে আসবে। তোমার ব্যাকলিফ্ট ছোট হবে। তোমার ফুটওয়ার্ক কমবে। আর টি-২০ ক্রিকেটে তুমি এভাবে নিজের উইকেট বাঁচাতে পারবে না।
গম্ভীর মনে করেন শাহিন আফ্রিদি আক্রমণাত্মক বোলার তাতে সন্দেহ নেই। কিন্তু তিনিও অস্ত্রোপচার করে ফিরবেন। ফলে এক বছর আগে তিনি যতটা পেসে বল করতে পেরেছিলেন, এবার ততটাই পারবেন কিনা প্রশ্ন আছে। তাই তাকে পাল্টা মার দিলে আত্মবিশ্বাসে চিড় ধরতে পারে।
নিজের অভিজ্ঞতা থেকে গৌতম মনে করেন একজন ফাস্ট বোলারকে প্রথম থেকে মারলে তার লাইন, লেন্থ গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই দায়িত্ব নিতে হবে ভারতীয় ওপেনারদের। বরং শাহিনের তুলনায় শেষ কয়েক মাসে হ্যারিস রউফ পাকিস্তানের জার্সিতে অনেক বেশি ধারাবাহিক মনে করেন গম্ভীর।
নাসিম শাহ এবং হাসনেইনের মতো পেসাররা গতি দিয়ে ব্যাটসম্যানদের বিব্রত করতেও পারেন। কিন্তু এশিয়া কাপে এদের দেখে নেওয়ার ফলে ভারত পাল্টা স্ট্রাটেজি তৈরি করতে পারবে নিশ্চিত গৌতম। তবে শাহিনকে মাথায় চড়তে দেওয়া যাবে না, এটা মনে করেই খেলতে হবে ভারতকে।