দীর্ঘদিন পর ক্রিকেট দেখলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। লড়াই চালিয়ে যাচ্ছেন ন্যায় বিচার পেতে। বর্তমান প্রশাসনের বিরুদ্ধে তার আওয়াজ এবং প্রতিবাদ দমিয়ে রাখা যাচ্ছে না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন লড়াই করতে করতে মৃত্যু হলেও ভয় নেই। মেলবোর্নে ইংল্যান্ড বনাম পাকিস্তান ফাইনাল দেখার পর ইমরান খান জানিয়ে দিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলিং এই মুহূর্তে দুনিয়ার সেরা।
advertisement
আরও পড়ুন - ভারতের মাটি থেকেই বিশ্বকাপ জিতবে পাকিস্তান! খোলা চ্যালেঞ্জ দিলেন শোয়েব আখতার
দীর্ঘদিন পর পুরো ম্যাচ দেখলেন মন দিয়ে। তা দেখে ইমরানের মনে হয়েছে শেষ দিকে শাহিনের চোট পেয়ে বেরিয়ে যাওয়া বিশাল একটা ধাক্কা পাকিস্তানের কাছে। শাহিন নিজের ওভার শেষ করতে পারলে ম্যাচের রং অন্যরকম হতে পারত। ইমরান জানিয়েছেন রউফ, নাসিম শাহকে দেখে তিনি মুগ্ধ।
ওয়াসিম জুনিয়র শেষ দিকে একটু রান দিলেও তার গতিও মুগ্ধ করার মত। পাকিস্তান ফাইনাল হেরে গেলেও নিজের দেশের লড়াইকে কুর্নিশ করছেন ইমরান। তবে পাশাপাশি ইংল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুভেচ্ছা জানাতেও ভোলেননি 'কাপ্তান'।
তবে তিনি আশাবাদী তরুণ পাকিস্তান দল তৈরি হচ্ছে ধীরে ধীরে। আগামী দু বছরের ভেতর এই ছেলেরাই পাকিস্তানকে অনেক গর্ব এনে দেবে নিশ্চিত ইমরান। পায়ে গুলি খেয়েও দমে যাওয়ার পাত্র নন তিনি। লড়াই তার রক্তে। তিনি নিজেও চান পাকিস্তান এইভাবে লড়াই করুক।