এবার বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তান ক্রিকেট দলে এ সময়ের অন্যতম সেরা তারকা হারিস রউফ। শনিবার বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ডানহাতি এই পেসার। কনে তারই এক সময়ের সহপাঠী মুনজা মাসুদ মালিক। ইসলামাবাদেই জাঁকজমকপূর্ণ এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানি পেসারের সতীর্থ ও বন্ধুরা।
আরও পড়ুন - মিরপুরে অশ্বিন - শ্রেয়স জুটিতে কঠিন টেস্ট ম্যাচে বাংলাদেশকে হারাল ভারত
advertisement
হারিসের স্ত্রী মুনজা মাসুদ ইসলামাবাদ-ভিত্তিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল। সহপাঠী হিসেবে পরিচয়, অতঃপর পরিণয়। ২৯ বছর বয়সী হারিস পাকিস্তানের হয়ে একটি টেস্ট, ১৫ ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমানে দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তিনি।
এখন অবশ্য চোটের কারণে মাঠের বাইরে আছেন হারিস। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি তার। এই বিরতিতে সেরে ফেললেন শুভকাজটা। শাহিন আফ্রিদি, শাদাব খান, পাকিস্তানের নতুন নির্বাচন প্রধান শাহিদ আফ্রিদি এবং আরো অনেকে উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। রউফ জানিয়েছেন তিনি এই মুহূর্তে রিহ্যাব করছেন। নিউজিল্যান্ড টেস্ট না পারলেও তারপরে দ্রুত কামব্যাকর লক্ষ্য তার।