TRENDING:

ভারতকে খোলা চ্যালেঞ্জ পাকিস্তানের, সেমির আগে বাবরদের `গরম' করছেন হেডেন

Last Updated:

Pakistan cricket team mentor Matthew Hayden warning for India before facing New Zealand. ভারতকে ফাইনালে চাই! সেমির আগে বাবরদের গরম করছেন হেডেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: বাংলাদেশকে হারিয়ে পাওয়া গেছে বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট। আশা ছেড়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু অসম্ভব সম্ভব হয়েছে। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান রামিজ় রাজা টুইটে লেখেন, ওরাও পরিকল্পনা করে। ঈশ্বরও পরিকল্পনা করেন। আর ঈশ্বর সবার থেকে ভাল পরিকল্পনা করেন। এবারের বিশ্বকাপে ভারতের পক্ষে ‘ষড়যন্ত্র’ নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটাররা বারবার অভিযোগ করেছেন।
ফাইনালে ভারতকে চাইছেন হেডেন
ফাইনালে ভারতকে চাইছেন হেডেন
advertisement

তাঁদের অভিযোগ, ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। রোহিত শর্মারা যাতে বিশ্বকাপের সেমিফাইনালে সহজে উঠতে পারেন সেই রাস্তা পাকা করে দিয়েছে আইসিসি। টেনে খেলানো হচ্ছে ভারতকে। সেই অভিযোগকারীদের মধ্যে রামিজ়ও ছিলেন। দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারের পরে তিনি রোহিত শর্মাদের খেলার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

আরও পড়ুন - ল্যাপ শট রপ্ত করতে রক্তাক্ত হয়েছি বহুবার! রহস্য ফাঁস করলেন সূর্য কুমার

advertisement

পাকিস্তান সেমিফাইনালে উঠতেই সেই বিতর্ক আরও বাড়িয়ে দেন রামিজ়। হেডেন অবশ্য চক্রান্তের কথা বলেই থামেননি। কোনও মতে সেমিফাইনালে উঠেও বাকি দলগুলিকে হুঁশিয়ারি পাঠিয়েছেন। বলেছেন, আমরা বিপজ্জনক দল। সেটা বুঝুন এবং তারিফ করুন। পাকিস্তানের ক্রিকেটাররা রেগে গিয়ে দাঁত-নখ বের করলে বাকিরা বিপদে পড়ে যাবে।

এই বিশ্বে এবং এই প্রতিযোগিতায় কেউ আমাদের বিরুদ্ধে এখন খেলতে চাইবে না। বাবরদের চাঙ্গা করতে হেডেন বলেছেন, আগামী দু’দিনে নিজেদের মন থেকে সব মুছে ফেল। যে ম্যাচেই আমরা খেলি, তরতাজা হয়ে মাঠে নামো এবং ইতিবাচক ক্রিকেট খেলো। ভয়ডরহীন ক্রিকেট যা কেউ কোনও দিন ভুলতে পারবে না।

advertisement

ফাইনালে ভারতকে পেলে এবার জবাব দিতে তৈরি বাবর, শাহিনরা। তবে তার আগে বুধবার নিউজিল্যান্ডকে হারাতে হবে তাদের। বোল্ট, সাউদি, লকি ফারগুসন - এই তিনজন পেসার ছাড়াও ইশ সোধি লেগস্পিনার হিসেবে বেশ কঠিন। উইলিয়ামসন, ফিলিপস, কনওয়ে ফর্মে আছেন। তাই সেমিফাইনালে এমন একটা দলকে হারানো সহজ নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

গোটা পাকিস্তান দল এই মুহূর্তে নিজেদের সেরা ক্রিকেট খেলতে তৈরি। টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে তারা। তাই সেমিফাইনালে নিউজিল্যান্ড কঠিন প্রতিপক্ষ হলেও ফাইনালের শপথ খেয়ে নামছে বাবর, রউফ, শাদাব খানরা।

বাংলা খবর/ খবর/খেলা/
ভারতকে খোলা চ্যালেঞ্জ পাকিস্তানের, সেমির আগে বাবরদের `গরম' করছেন হেডেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল