বাংলাদেশকে হারাতে পারলেই শেষ চারের টিকিট। বাংলাদেশ প্রথমে ব্যাট করে বড় রান তুলতে না পারলেও পাকিস্তানকে অনেকক্ষণ আটকে রেখেছিল। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ক্রিকেটারদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য রাখলেন বাবর আজম। তিনি বলেন, প্রত্যেকে আমরা নিজেদের সেরাটা দিচ্ছি।
হ্যারিস দুটো মাত্র খেলায় সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছে। কিন্তু আমাদের ম্যাচ শেষ করে আসতে হবে। মাঝপথে উইকেট হারিয়ে এলে হবে না। যার হাতে যেটা আছে সেটা করতে হবে। এরকম সুযোগ বারবার আসে না। ম্যাচ শেষ করে এলে এমনিতেই আত্মবিশ্বাস বেড়ে যাবে অনেকটা।
advertisement
আজ বাংলাদেশের বিরুদ্ধে যে ছোট ছোট ভুলগুলো হয়েছে সেগুলো সেমিফাইনালে করলে চলবে না। কারণ নিউজিল্যান্ড অনেক কঠিন প্রতিপক্ষ। আমাদের জিততে গেলে নিখুঁত ক্রিকেট খেলতে হবে। বাবর মনে করেন পাকিস্তান এই মুহূর্তে একটা মোমেন্টাম পেয়ে গিয়েছে। এটাই ধরে রাখতে হবে।
তিনি যখন প্রথম দলে এসেছিলেন তখন তাকেও সিনিয়াররা উপদেশ দিতেন কিভাবে খেলতে হবে। এই দলের প্রত্যেক ক্রিকেটারের কাছ থেকে আর দুটো ম্যাচ এই দায়বদ্ধতা দেখতে চান পাক অধিনায়ক।