এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের 'সুপার ফোর' ম্যাচে বুধবার আফগানিস্তানকে এক উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। এই ম্যাচে এমন হট্টগোল হল, যার জেরে মাঝমাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রায় হাতাহাতি হয়ে গেল।
আরও পড়ুন- 'গুরু' গ্রেগ চ্য়াপেল তাঁর প্রিয় শিক্ষক! সৌরভের এক টুইটে হইচই পড়ে গেল
আসলে পাকিস্তানের ইনিংসের ১৯তম ওভারে আফগানিস্তানের বোলার ফরিদ আহমেদ পাকিস্তানি ব্যাটার আসিফ আলিকে আউট করেন। আউট হওয়ার পর আসিফ আলি যখন প্যাভিলিয়ন-এর দিকে ফিরছিলেন, ফরিদ আহমেদে তখন কিছুটা উগ্র উদযাপন করে বসেন। তাতেই বিরক্ত হয়ে প্রথমে আফগান বোলারকে ধাক্কা দেন আসিফ আলি। তার পর ব্যাট উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে যান।
advertisement
এদিন পাকিস্তানের এই জয়ে আফগানিস্তানের সাথে ভারতীয় দলেরও এশিয়া কাপে ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল। আফগানদের বিরুদ্ধে জয়ের জন্য ১৩০ রান করতে হত পাকিস্তানকে। ১৯.২ ওভারে নয় উইকেট হারিয়ে শেষমেশ জয় তুলে নিল পাকিস্তান।
আরও পড়ুন- হতাশ হবেন না, আশা আছে! যে হিসেবে ভারত এশিয়া কাপ ফাইনাল খেলবে, জেনে নিন
এই জয়ের ফলে এশিয়া কাপে পাকিস্তানের জায়গা পাকা হয়ে গেল। ফাইনালে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। গত দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছিল ভারতীয় দল। সুপার ফোর-এ আগামীকাল ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। তবে সেই ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।