আফ্রিদি বলেছেন, আমার মনে হয় সরকারের থেকে পিসিবির স্বাধীন থাকা উচিত। বোর্ডের চেয়ারম্যান বা সিইও নির্বাচনের ক্ষেত্রে সরকারের কোনোরকম নিয়ন্ত্রণ থাকা ঠিক নয়। পিসিবির সম্পূর্ণ স্বাধীন হওয়া উচিত। নিজস্ব নির্বাচন পদ্ধতি থাকা দরকার। তাতেও যেন সরকারি কর্তা-ব্যক্তিদের নিয়ন্ত্রণ না থাকে।
advertisement
ইমরান খান সরকারের পতনের পর রামিজ রাজার পিসিবি চেয়ারম্যান থাকা নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গেই এই মন্তব্য করেছেন আফ্রিদি। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদাধিকার বলে পিসিবির মুখ্য উপদেষ্টা হন। তিনি দুই জন প্রতিনিধিকে মনোনিত করেন। তাদের মধ্যে একজন বোর্ডের সাধারণ সমিতির ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘ দিন ধরে চলে আসা এই প্রথা বন্ধ হওয়া উচিত বলেই মনে করেন আফ্রিদি।
প্রাক্তন অলরাউন্ডারের মতে, এই বিষয়টি বন্ধ হওয়া উচিত এবং ভবিষ্যতে যাতে আবার ফিরে না আসতে পারে তা নিশ্চিত করা দরকার। আফ্রিদি চান নতুন চেয়ারম্যান এসে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। আফ্রিদির ভাষায়, 'এই কারণেই পাকিস্তানের ক্রিকেট এত সমস্যার সম্মুখীন হয়।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বোর্ডের একটা বড় এবং গুরুত্বপূর্ণ ভুমিকা আছে। বোর্ড যদি নতুন কোনো পদ্ধতি নিয়ে আসে তাহলে যথেষ্ট সময় দেওয়া উচিত। সময় দিয়ে দেখা উচিত সেটা ঠিকঠাক কাজ করছে কিনা।'