কিন্তু সেই বিক্ষোভের কোনও বাদ-প্রতিবাদ না হওয়ায় তাঁর লিখিত চিঠিতে তিনি তাঁর দাবি না শোনায় পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথাও বলেছেন।
আসলে, এই বছরের শুরু থেকেই ভারতীয় কুস্তিগীরদের একটি অংশ ভারতীয় রেসলিং ফেডারেশনে ব্রিজভূষণ শরণ সিংয়ের দীর্ঘদিন ধরে চলা স্বেচ্ছাচারিতা ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করছিল৷ ব্রিজভূষণের বিরুদ্ধেও মহিলা কুস্তিগীরদের যৌন শোষণের মারাত্মক অভিযোগ রয়েছে। ব্রিজভূষণ শরণ সিং একজন বিজেপি সাংসদ এবং দীর্ঘদিন ধরে ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি ছিলেন।
advertisement
আরও পড়ুন – Healthy Lifestyle: উপকারী তাই এই ফল খান, আর অকাজের ভেবে ফেলে দেন পাতাটি, গুণ জানলে মাথা ঘুরে যাবে
কুস্তিগীরদের দীর্ঘ আন্দোলনের পর সম্প্রতি ব্রিজভূষণ সিংকে সভাপতির পদ ছাড়কে বাধ্য হন৷ তবে যে নতুন ব্যক্তিকে প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে তিনিও ব্রজভূষণ সিংয়ের শিবিরের।
ফলে গত ১১ মাস ধরে কুস্তিগীরদের আন্দোলন একেবারেই অযৌক্তিক হয়ে পড়েছে। এই কারণেই পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছেন বজরং পুনিয়া।