TRENDING:

খোয়া গেল পদ্মশ্রী পুরস্কার! সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে বড়সড় চুরি

Last Updated:

পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য়। বিখ্য়াত ক্রীড়াবিদের হিন্দমোটর দেবাইপুকুরের বাড়িতে ফের একবার বড় ধরণের চুরির ঘটনা ঘটেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য়। বিখ্য়াত ক্রীড়াবিদের হিন্দমোটর দেবাইপুকুরের বাড়িতে ফের একবার বড় ধরণের চুরির ঘটনা ঘটেছে। ওই বাড়িতে বুলা চৌধুরী বর্তমানে থাকেন না, কেবল মাঝে মাঝে আসেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল বুলা চৌধুরীর পদ্মশ্রী পুরস্কারের মেমেন্টোও চুরি গিয়েছে বলে অভিযোগ।
News18
News18
advertisement

মনে করা হচ্ছে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে, বাড়ির পিছনের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢুকে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাড়ি থেকে চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বহু মূল্যবান পুরস্কার, মেডেল, ও স্মারক—যা বুলা চৌধুরীর ক্রীড়া জীবনের অসংখ্য স্মৃতি বহন করে। ঘরের ভিতর সব কিছু লণ্ডভণ্ড অবস্থায় পাওয়া গেছে। চোরেরা এমনকি পদ্মশ্রী পুরস্কারের মেমেন্টোও নিয়ে গিয়েছে।

advertisement

উল্লেখ্য, কয়েক বছর আগেও একই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। তখনও বহু মূল্যবান সামগ্রী চুরি হয়েছিল, কিন্তু পুলিশ সেই ঘটনার পুরোপুরি কিনারা করতে পারেনি। সিসিটিভি ক্যামেরা ঢেকে চুরি করেছে চোরের দল। সেই ঘটনার পর বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সঠিক নিরাপত্তার দাবি তুলেছিলেন বুলা চৌধুরীও।

আরও পড়ুনঃ Rohit Sharma: অবসরের জল্পনার মাঝেই বড় পদক্ষেপ রোহিতের! সমালোচকদের দিলেন উপযুক্ত জবাব

advertisement

এবারের চুরির ঘটনার পর বুলা চৌধুরীর পরিবার উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। বাড়িটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।

বাংলা খবর/ খবর/খেলা/
খোয়া গেল পদ্মশ্রী পুরস্কার! সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে বড়সড় চুরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল