এর পর থেকে হর্ষিত রানা ভারতের হয়ে ২টি টেস্ট, ১৩টি ওয়ানডে এবং ৬টি টি২০ ম্যাচ খেলেছেন এবং ধীরে ধীরে সম্ভাবনাময় সিম-বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। সম্প্রতি Men’s XP-কে দেওয়া এক সাক্ষাৎকারে হর্ষিত রানা প্রথমবার অনুষ্কা শর্মার সঙ্গে দেখা করার মুহূর্ত স্মরণ করেছেন। তিনি জানান, প্রথম দেখায় তিনি অনুষ্কাকে “ম্যাডাম” বলে সম্বোধন করেছিলেন। আর তাতেই বিরাট কোহলি সঙ্গে সঙ্গে তাঁকে সংশোধন করে “ভাবি” বলতে বলেন।
advertisement
রানা বলেন, “আমি প্রথমবার অনুষ্কার সঙ্গে দেখা করে ‘ম্যাডাম’ বলেছিলাম। বিরাট কোহলি আমাকে বলল, ওভাবে না ডেকে ‘ভাবি’ বল। আমি ওকে বলি, এটাই তো আমার প্রথম দেখা। তখন ও অনুষ্কাকে মজা করে বলে, বাইরে আমি নাকি ওর গায়ে শ্যাম্পেন ঢেলেছি, আর এখন ওকে ‘ম্যাডাম’ বলছি। ও খুবই মজার মানুষ।”
ডানহাতি এই পেসার আরও স্বীকার করেন, ভারতীয় দলে যোগ দেওয়ার আগে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া সম্পর্কে তাঁর একটি ভুল ধারণা ছিল। তিনি ভাবতেন, দু’জনই খুব আগ্রাসী স্বভাবের। তিনি বলেন, “টিভিতে ওদের খেলতে দেখেই আমার মনে হত, বিরাট আর হার্দিক খুব আগ্রাসী হবেন এবং সবাইকে ভয় পাইয়ে দেবেন। কিন্তু বাস্তবে ওদের সঙ্গে দেখা করার পর বুঝেছি, ওরা ভীষণ মজার মানুষ। আমার কল্পনার থেকে একেবারেই আলাদা।”
বিরাট কোহলির শেষ টেস্ট সফরে নিজের টেস্ট অভিষেক নিয়ে কথা বলতে গিয়ে রানা বলেন, “আমি এটাকে লাকি বলব না, তবে এটা অবশ্যই বড় একটা ব্যাপার ছিল, কারণ ওটা ছিল ওর শেষ টেস্ট সফর। আমি সেই দলে থাকার সুযোগ পেয়েছি। উনি এত বড় একজন খেলোয়াড়—প্রায় প্রতিটা বাচ্চা ওকে দেখে ক্রিকেট খেলা শুরু করে। ওর সঙ্গেই আমি নিজের অভিষেক করেছি। আমার ডেবিউ ম্যাচের পর ওর সঙ্গে একটা ছবিও আছে। এই মুহূর্তটা আমি সারাজীবন মনে রাখব।”
আরও পড়ুন- কবে-কখন-কোথায় খেলা? রইল ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজের সম্পূর্ণ সূচি
উল্লেখ্য, রবিবার সিরিজের ফাইনাল ম্যাচে হারের মুখে পড়ে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ১-২ ব্যবধানে হেরে যায় টিম ইন্ডিয়া। যদিও সেই ম্যাচে বিরাট কোহলি একটি দুর্দান্ত শতরান করেন।
