TRENDING:

জাপান থেকে পদক ছাড়া দেশে ফিরবেন না, শপথ নিয়েছেন বজরং পুনিয়া

Last Updated:

দেশেরও তার কাছ থেকে প্রত্যাশা রয়েছে, আর কেনই বা থাকবে না! গত চার বছরে, বজরঙ্গ কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে (২০১৮ সালে উভয়) স্বর্ণ পদক জিতেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

দেশেরও তার কাছ থেকে প্রত্যাশা রয়েছে, আর কেনই বা থাকবে না! গত চার বছরে, বজরঙ্গ কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে (২০১৮ সালে উভয়) স্বর্ণ জিতেছে; দুটি স্বর্ণপদক (২০১৭, ২০১৯) এছাড়াও তার ঝুলিতে রয়েছে দুটি রৌপ্য (২০২০, ২০২১) এবং একটি ব্রোঞ্জ (২০১৮) এশিয়ান চ্যাম্পিয়নশিপে; এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি রৌপ্য (২০১৮) এবং একটি ব্রোঞ্জ (২০১৯)।

advertisement

বিভিন্ন আন্তর্জাতিক রেসলিং টুর্নামেন্টে শীর্ষস্থানীয় পজিশনের আধিক্যও অর্জন করেছেন তিনি। ৬৫ কেজির বিভাগে তিনি বিশ্বের ২য় এই মুহূর্তে। তবে অলিম্পিকে ৬৫ কেজির গ্রুপ টা মারাত্মক কঠিন, গ্রুপ অফ ডেথ বলা যেতে পারে। তাবড় তাবর সমস্ত কুস্তিগীর একই গ্রুপের মধ্যে পড়ে গেছে। তার গ্রুপে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়ার গাজিমুরাদ রসিদোভ এবং ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের তাকুতো ওতোগুড়ো যিনি বজরং পুনিয়ার বিরুদ্ধে দুবার নেমেছেন এবং দুবারই জিতেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

এছাড়াও তার গ্রুপে আছে কাজাক কুস্তিগীর দৌলেত নিয়াজবেখভ, হাঙ্গেরির মুজুকায়েভ। তার গ্রুপে না থাকলেও প্রতিযোগিতায় আছে আজারবাইজানের হাজী আলিয়েভের মত মারাত্বক কুস্তিগীর। '৬৫ কেজির বিভাগে কেউ ফেভারিট নয়। এরম ১০-১২ জন কুস্তিগীর রয়েছে যারা যে কোনো দিন একে অপরকে হারাতে পারে।' বজরং মনে করেন লড়াই কঠিন, কিন্তু গত এক বছর ধরে যেভাবে প্রস্তুতি নিয়েছেন তাতে পদকের আশা করাটা অন্যায় হবে না। টোকিওতে নিজের সবকিছু উজাড় করে দেবেন দেশকে পদক জেতানোর জন্য।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
জাপান থেকে পদক ছাড়া দেশে ফিরবেন না, শপথ নিয়েছেন বজরং পুনিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল