TRENDING:

৩৬ পেরিয়ে ৩৭-এ রজার ফেডেরার, হ্যাপি বার্থডে ফেডেক্স

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জুরিখ : ৩৭ পরলেন রজার ফেডেরার ৷ রাজা রজারের জন্মদিনে শুভেচ্ছার ঢল টুইটারে ৷
advertisement

১৯৮১ সালের এই দিনেই বাসেলে জন্মেছিলেন রজার ফেডেরার ৷ ২০ টি গ্র্যান্ডস্ল্যামের মালিক খেলেছেন ৩০ টি গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে  ৷ যা নিঃসন্দেহে নজির ৷

ফেডেরারের জন্মদিনে বিভিন্ন টেনিস মহল থেকে এসেছে শুভেচ্ছা বার্তা ৷ আবার এক রজার ফ্যানের নিজের জন্মদিনও এই দিনেই ৷ তিনি আবার নিজেকে সৌভাগ্যবান মনে করে টুইট করেছেন ৷

advertisement

আবার লেভার কাপ -র পক্ষ থেকে যে শুভেচ্ছা বার্তা এসেছে তার মূল বক্তব্য বয়স শুধুমাত্র  একটা সংখ্যা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধুমাত্র গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে রজার ফেডেরার নজির সংখ্যার মালিক নন. যদি সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনালের সংখ্যার হিসেবে দেখেন তাহলেও তা চমকপ্রদ ৷ তিনি গ্র্যান্ডস্ল্যামের  ৪৩ টি সেমিফাইনাল ও ৫৩ টি কোয়ার্টার ফাইনালে ৷

বাংলা খবর/ খবর/খেলা/
৩৬ পেরিয়ে ৩৭-এ রজার ফেডেরার, হ্যাপি বার্থডে ফেডেক্স