TRENDING:

Sumit Antil Wins Gold: ফের জ্যাভলিনে ভারতের সোনা জয়, প্যারালিম্পিক্সে বিশ্বরেকর্ড সুমিত আন্তিলের

Last Updated:

এবার প্যারালিম্পিক্সেও (Tokyo Paralympics 2020) সুমিত আন্তিল (Sumit Antil Wins Gold) সোনা জয় করলেন জ্যাভলিন ছুড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সত্যিই ভারতের সোনার সময় চলছে। টোকিও অলিম্পিক ২০২০ ভারতের ইতিহাসে অমর হয়ে থাকবে। কিছুদিন আগেই অলিম্পিকে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এবার প্যারালিম্পিক্সেও (Tokyo Paralympics 2020) সুমিত আন্তিল (Sumit Antil Wins Gold) সোনা জয় করলেন জ্যাভলিন ছুড়ে। পাশাপাশি, বিশ্বরেকর্ড করে ভারতকে আরও গর্বিত করেছেন তিনি।
সুমিত আন্তিল।
সুমিত আন্তিল।
advertisement

সোমবার টোকিও প্যারিলিম্পিক্সে (Tokyo Paralaympics 2020) একদিনে এল দু'টি সোনার পদক। সকালে ১০ মিটার প্যারা শ্যুটিংয়ে অবনী লেখারার পর, বিকেলে এবার জ্যাভলিন থ্রোয়ের F64 বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন সুমিত আন্তিল (Sumit Antil )। গত ৭ অগাস্ট টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। আর সেই টোকিওতে প্যারালিম্পিক্সের সেই জ্যাভলিন থ্রোয়েই নীরজের ২৩ দিন পর সোনা জিতলেন সুমিত।

advertisement

advertisement

জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে সোনা জেতার পথে দু-দুবার বিশ্বরেকর্ড গড়েন সুমিত। দ্বিতীয় বারের চেষ্টাতে ছোঁড়েন ৬৮.০৮ মিটার। তার পর নিজের সেই বিশ্বরেকর্ড ভেঙে পঞ্চমবারের চেষ্টায় ছোঁড়েন ৬৮.৫৫ মিটার। টোকিও প্যারালিম্পিকে কয়েক মিনিটের ব্যবধানে নিজের গড়া বিশ্ব রেকর্ডই তিন তিনবার ভেঙে ফেললেন সুমিত। সকলকে চমকে দিয়ে সোনা জিতে নিলেন নীরজ চোপড়ার মতোই হরিয়ানা থেকে উঠে আসা সুমিত আন্তিল। টোকিও প্যারালিম্পিকে সুমিতের সেরা থ্রো ৬৮.৫৫ মিটার।

advertisement

তবে একটুর জন্য পদক হাতছাড়া হয় সন্দীপ চৌধুরির। চতুর্থ স্থানে শেষ করেন তিনি। সুমিতের সাফল্যে উচ্ছ্বসিত দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee।

আরও পড়ুন: প্যারালিম্পিক্সে ইতিহাস, অসুস্থতাকে জয় করে দেশকে প্রথম সোনা দিলেন অবনী লেখারা!

বাংলা খবর/ খবর/খেলা/
Sumit Antil Wins Gold: ফের জ্যাভলিনে ভারতের সোনা জয়, প্যারালিম্পিক্সে বিশ্বরেকর্ড সুমিত আন্তিলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল