Tokyo Paralympics | Avani Lekhara: প্যারালিম্পিক্সে ইতিহাস, অসুস্থতাকে জয় করে দেশকে প্রথম সোনা দিলেন অবনী লেখারা!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tokyo Paralympics | Avani Lekhara: অবনী লেখারাই প্রথম ভারতীয় মহিলা, যিনি প্যারালিম্পিক্সে সোনা জিতলেন।
advertisement
advertisement
মাত্র ১৯ বছর বয়সে সোনা জয় করল অবনী। এ বারের প্যারালিম্পিক্সে প্রথম সোনা এল ভারতের। অবনীর জয়ের পরই প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ টুইটে লেখেন, 'সোনার দিন। শ্যুটিংয়ে ভারতের প্রথম পদক এবং সেটা অবশ্যই সোনা। অবনী বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন। অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স মিলিয়ে অবনী প্রথম মহিলা যিনি সোনা জিতেছেন।'
advertisement
অবনী লেখারার সাফল্যে উচ্ছ্বসিত হয়ে উঠেছে গোটা দেশ। তাঁর সাফল্যে টুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লিখেছেন, 'অসাধারণ খেলা। আমাদের সকলের হৃদয় জিতে নেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন অবনী লেখারা। যোগ্য প্রতিযোগী হিসেবেই সোনা জিতে নিয়েছেন আপনি। তোমার প্রতিভা এবং প্যাশনের জোরেই তুমি সোনা জিতে নিয়েছ। দেশের খেলাধুলার জন্য এটি খুবই গর্বের মুহূর্ত। ভবিষ্যতের জন্য তোমায় অনেক শুভেচ্ছা।'
advertisement