বিনোদ F-52 ইভেন্টের ফাইনালে ১৯.৯১ মিটার থ্রো করেছিলেন৷ রুপো পান ক্রোয়েশিয়ার বেলিমির তিনি ১৯.৯৮ মিটার ছোঁড়েন৷ পোল্যান্ডের পিআত্র ২০.০২ মিটার ছুঁড়ে সোনা জেতেন৷ বিনোদের শারীরিক বিকৃতি -র ক্লাসিফিকেশনের যোগ্যতামানের চেয়ে তা কম৷ ফলে তাঁর মেডেল এখন হোল্ডে চলে গেছে৷
কমজোর মাংসপেশি-র নিরিখে এই ক্লাসিফিকেশন হয়৷ এফ ৫২ -র পর্বে যে অ্যাথলিটরা অংশ নেন যাঁদের মাংসপেশির ক্ষমতা কম হয়৷ এর ফলে মুভমেন্ট সীমিত হয়৷ হাতে বিকৃতি হয় কিম্বা পায়ের লম্বা আলাদা হয়৷ এরফলেই তাঁরা অংশ নেয়
advertisement
মেরুদণ্ডের হাড়ে চোট থাকলে বা কোনও অঙ্গ কাটা হলে তারাও এই ইভেন্টে অংশ নিতে পারেন৷ প্যারা ক্রীড়াবিদদের বিভিন্ন নিরিখে বেছে এই গ্রুপে খেলা হয়৷ খেলায় তখনই অংশ নেওয়া যায় যখন সকলের বিকৃতি একই ক্লাসিফিকেশন হয়৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2021 5:23 PM IST