TRENDING:

Tokyo Olympics 2020: বড় বিতর্ক, টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সরানো হল শ্যো ডিরেক্টরকেই

Last Updated:

টোকিও অলিম্পিক্সে -একের পর এক বড় বিতর্ক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

১৯৯০ সালে কোবেয়াশির একটি ভিডিও ফুটেজ সম্প্রতি সামনে এসেছে৷ যেখানে তিনি হলোকাস্ট (Holocaust)  নিয়ে জোকস বলেছিলেন৷ জাপান অলিম্পিক্স প্রধান সেইকো হাসিমোতো (Seiko Hashimoto) জানিয়েছেন একটি বেদনাদায়ক ইতিহাসকে নিয়ে হাসির খোরাক বানানো হয়েছে৷ এই ঘটনা টোকিও অলিম্পিক্সের (Tokyo 2020) একটি বড় স্ক্যান্ডাল হিসেবে দেখা হচ্ছে৷  এই বছরের শুরু থেকে আরও তিনজন আয়োজককে পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছে৷ তাছাড়া করোনা ভাইরাস সংক্রমণের ( Covid-19 pandemic)  জেরে ইতিমধ্যেই একবছর পিছিয়ে দেওয়া হয়েছে এই গেমস৷ এখনও যেভাবে গেমস ভিলেজে  যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে তাতে কী করে সুষ্ঠু ভাবে পুরো আয়োজন করা যাবে তা নিয়েও চিন্তার ভাঁজ রয়েছে৷

advertisement

এক সপ্তাহ আগেই এক কম্পোজারকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ তিনি নিজের স্কুলে পড়াকালীন বিশেষভাবে সক্ষম এক পড়ুয়াকে হেনস্তা করেছিলেন৷ তিনি ওপেনিং সেরিমনির দায়িত্বে ছিলেন৷

মার্চ মাসে অলিম্পিক্সের ক্রিয়েটিভ প্রধান হিরোশি সাসাকি ছেড়ে দেন৷ কারণ তিনি ত বড়সড় চেহারার কমিডেয়িনা নাওমি ওয়াটানবির অনুষ্ঠান করা নিয়ে বলেছিলেন "Olympig" ৷ পরে তিনি এরজন্যে ক্ষমাও চেয়েছিলেন৷

advertisement

ফেব্রুয়ারিতে ইয়াশিরো মোরিকে বাধ্য করা হয়েছিল পদ ছাড়তে৷ তিনি আয়োজক কমিটির প্রধান ছিলেন৷ তিনি মহিলাদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন৷ তিনি বলেছিলেন , ‘‘মেয়েরা প্রচুর কথা বলেন, তাই বোর্ড অনেক মেয়ে থাকায় অনেক সময় লাগে৷ ’’

এরপর এল এই সাম্প্রতিক স্ক্যান্ডাল - যেখানে মিস্টার কোবেয়াশিকে তীব্র সমালোচনা করা হয় , প্রশ্ন তোলা যে হলোকাস্ট জাপানের জীবনের অন্ধকারাচ্ছন্ন এক পর্ব কী করে কেউ সেটা নিয়ে হাসির খোরাক করতে পারে৷ আর সেই অনুষ্ঠানটি নাকি একটি শিশুদের মনোরঞ্জনের অনুষ্ঠান ছিল৷

advertisement

তিনি কাগজের পুতুল এঁকে সহ কমেডিয়ানকে বলেছিলেন , "the ones from that time you said 'let's play the Holocaust'"- অর্থাৎ ‘‘এটা সে সময়ের যে সময়ের কথা তুমি বলছিলে, চলো হলোকাস্ট খেলি৷ ’’ এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিদি সুগা (Yoshihide Suga) ৷ তিনি এই মন্তব্যকে উস্কানিমূলক  ও কোনওভাবই গ্রহণযোগ্য নয় বলে বর্ণনা করেছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

এদিকে এই নিয়ে আবার আমেরিকার হলোকাস্ট রিসার্চার রাব্বি আব্রাহাম কুপার জানিয়েছেন, কোনও মানুষ যতই সৃষ্টিশীল হোন, তাদের কোনও অধিকার নেই নাৎসি  গণহত্যাকে নিয়ে ব্যঙ্গ করার৷

বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: বড় বিতর্ক, টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সরানো হল শ্যো ডিরেক্টরকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল