TRENDING:

Tokyo Olympics 2020: ভালোভাবে আয়োজিত হোক টোকিও অলিম্পিক্স, জাপানের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মোদির

Last Updated:

Tokyo Olympics 2020: অলিম্পিক গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের জন্য বিশেষ শুভেচ্ছাবার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টোকিও অলিম্পিক্সের শুরুতে জাপানি প্রধানমন্ত্রী সুগাকে শুভেচ্ছা জানিয়েছেন৷ টোকিও অলিম্পিক্স যাতে সফলভাবে আয়োজন করা যায় তার জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন বিশ্বের সেরা ক্রীড়াবিদরা অলিম্পিক্সের মঞ্চে নিজেদের সেরা পারফরম্যান্স দেবেন৷ ২০১২ অলিম্পক গেমসে ভারত সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স করেছিল, সেবার তারা ৬টি পদক জিতেছিল৷ তারমধ্যে অবশ্য কোনও স্বর্ণ পদক ছিল না৷
tokyo olympics 2020: india start their campaign in olympics narendra modi and ram nath kovind wishesh -Photo- File
tokyo olympics 2020: india start their campaign in olympics narendra modi and ram nath kovind wishesh -Photo- File
advertisement

টোকিও অলিম্পিক্সের (tokyo olympics 2020) সূচনা হল ২৩ জুলাই৷ সারা পৃথিবী থেকে অ্যাথলিটরা এতে অংশ নিতে এসেছেন৷ টোকিও অলিম্পিক্সে ভারতের ১২৫ ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন৷ এই অবস্থায় ভারতীয়রা ক্রীড়াবিদদের থেকে অনেক প্রত্যাশা করছেন৷

নরেন্দ্র মোদি (Narendra Modi)  টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণকারী ‘‘Wishing PM @sugawitter and japan the very best for Tokyo 2020 Olympics and Para Olympics We look forward to a season of incredible performances by the world's best sportspersons!’’ অর্থাৎ , ‘‘জাপান ও তার প্রধানমন্ত্রী সুগাকে শুভেচ্ছা টোকিও ২০২০ অলিম্পিক্স ও প্যারা অলিম্পিক্সের জন্য৷ পৃথিবীর সেরা ক্রীড়াবিদদের সেরা পারফরম্যান্সের জন্য আমরা সামনের দিকে চেয়ে আছি৷ ’’

advertisement

এদিকে একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও৷ তিনি নিজের ট্যুইটবার্তায় লিখেছেন, ‘‘ An entire nation’s hopes and prayers are with the Indian contingent at the #TokyoOlympics. I convey best wishes to you all on behalf of all Indians. I am confident that you all will excel, win laurels and make our country proud. #Cheer4India’’- অর্থাৎ ‘‘ গোটা দেশ আশা ও প্রার্থণা করছে টোকিও অলিম্পিক্সে ভারতীয় দলের জন্য , আমি আত্মবিশ্বাসী তোমরা সকলেই ভালো করবে আমাদের দেশের জন্য সম্মান আনবে ও দেশকে গর্বিত করবে৷ ’’ 

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

প্রথম দিন থেকেই ভারতীয় অ্যাথলিটদের নানা বিভাগে ইভেন্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: ভালোভাবে আয়োজিত হোক টোকিও অলিম্পিক্স, জাপানের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল