TRENDING:

Kudos: বয়স ১০২! ২০০ মিটার রেসে জিতলেন সোনা, পারবেন?

Last Updated:

ভারতের সবচেয়ে বেশি বয়সের এই অ্যাথলিট ৯৩ বছর বয়সে শুরু করেন দৌড়৷ এর আগে ওয়ার্ল্ড মাস্টার গেমে ২০টি সোনা জিতেছেন তিনি৷ এ বারও মন কউরই সেরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাতিয়ালা: অনেকেই বছরের শুরুতে রেজোলিউশন নেন, এ বছর ঘাম ঝরাবোই৷ সকালে উঠে দৌড়নো মাস্ট৷ কিন্ত‌ু ১০২ বছর বয়সি মন কউরের জীবনে রোজ রেজলিউশন৷ রেকর্ড ভাঙার, রেকর্ড গড়ার৷ যার নির্যাস, ১০২ বছর বয়সে ২০০ মিটার রেসে প্রথম হয়ে সোনা জিতলেন তিনি৷ হ্যাঁ, ঠিকই পড়েছেন, ১০২ বছর বয়স৷
advertisement

যাঁরা রোজ সকালে উঠে আবার বালিশ জড়িয়ে শুয়ে মনে মনে বলে নেন, কাল থেকে শরীরচর্চা শুরু করব, তাঁদের কাছে অনুপ্রেরণা হতেই পারেন মন কউর৷ সম্প্রতি তিনি ওয়ার্ল্ড মাস্টার গেমে অংশ নেন৷ এই গেমে বয়ঃসীমা ১০০ থেকে ১০৪৷ একে সিনিয়রদের অলিম্পিকও বলা হয়৷ সেই গেমেই দৌড়ে সোনা জিতলেন মন কউর৷

advertisement

ভারতের সবচেয়ে বেশি বয়সের এই অ্যাথলিট ৯৩ বছর বয়সে শুরু করেন দৌড়৷ এর আগে ওয়ার্ল্ড মাস্টার গেমে ২০টি সোনা জিতেছেন তিনি৷ এ বারও মন কউরই সেরা৷

দেখুন মন কউরের প্র্যাক্টিস ভিডিও--

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
Kudos: বয়স ১০২! ২০০ মিটার রেসে জিতলেন সোনা, পারবেন?