TRENDING:

Ravi Kumar Dahiya: দুরন্ত রবি কুমার দাহিয়া, টোকিও অলিম্পিকে ফাইনালে উঠে রুপো নিশ্চিত করলেন

Last Updated:

Ravi Kumar Dahiya: রবি কুমার দাহিয়া, টোকিও অলিম্পিকে (Tokyo Olympic 2020), লড়াই ছাড়েননি। দুরন্ত কাম ব্যাক করেন। প্রতিপক্ষকে পিন ডাউন করে জিতে নেন বাউট। কিছুটা চোট পান কাজাক কুস্তিগীর। পঞ্চম ভারতীয় কুস্তিগীর হিসেবে পদক নিশ্চিত করলেন রবি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: দুর্দান্ত কাম ব্যাক। ভারতকে গর্বিত করলেন রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)। টোকিও অলিম্পিকে (Tokyo Olympic 2020) কাজাক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম রাউন্ডে এগিয়ে গেলেও দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে পড়েন অনেকটা। কিন্তু লড়াই ছাড়েননি। দুরন্ত কাম ব্যাক করেন। প্রতিপক্ষকে পিন ডাউন করে জিতে নেন বাউট। কিছুটা চোট পান কাজাক কুস্তিগীর। পঞ্চম ভারতীয় কুস্তিগীর হিসেবে পদক নিশ্চিত করলেন রবি।
advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

সেমিফাইনাল পর্যন্ত দাপট দেখিয়ে এসেছিলেন দুই ভারতীয় কুস্তিগীর রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya) এবং দীপক পূনিয়া। তবে সেমিফাইনালের লড়াই সহজ হবে না জানা ছিল। রবির বিপক্ষে ছিলেন কাজাখস্তানের নুরিস্লম সুনি ইয়েভ। দীপকের বিপক্ষে ছিলেন আমেরিকার ডেভিড মরিস টেলর। নুরিস্লম ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। পাশাপাশি ২০১৮ এশিয়ান চ্যাম্পিয়ন। অন্যদিকে প্যান আমেরিকান গেমস এবং বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছিলেন টেলর।এদিন পিছিয়ে পড়ার পর ৯-২ ব্যবধানে রবি এক মুহূর্তের জন্য মানসিকভাবে লড়াই ছাড়েননি। সেটাই শেষ পর্যন্ত তার পক্ষে গেল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ravi Kumar Dahiya: দুরন্ত রবি কুমার দাহিয়া, টোকিও অলিম্পিকে ফাইনালে উঠে রুপো নিশ্চিত করলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল