advertisement
টুইটারে আনন্দের জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে বিশ্বের প্রাক্তন এবং বর্তমান সব গ্র্যান্ডমাস্টাররাই আনন্দকে এদিন অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন ৷ অভিনন্দনের সব টুইটগুলির মধ্যে অবশ্যই স্পেশ্যাল ছিল একজনের টুইট ৷ তিনি গ্যারি কাসপারভ ৷ আনন্দের একসময়ের শত্রুই এদিন তাঁর জয়ে এমন উচ্ছ্বাস দেখাবেন, তা কেউ হয়তো আন্দাজই করতে পারেননি ৷ তিনি লিখেছেন, ‘‘ অভিনন্দন জানাই, ষাটের দশকে জন্ম নেওয়া দাবাড়ুকে বিশ্ব র্যাপিড খেতাব জেতার জন্য। আশা করি তুমি এই খেতাব তাদের উৎসর্গ করবে, যারা এক সময় তোমার কাছে জানতে চেয়েছিল কবে অবসর নেবে।’’
