আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের কর্ণধার নীতা নিজের সঙ্গে অভিনবের ছবি সোশ্যাল মিডিয়ায় ট্যুইটও করেন ৷ প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক কমিটির সদস্য হওয়ার নজির নীতা অম্বানির ৷
৭০ বছর বয়স অবধি এই সদস্যপদ থাকবে তাঁর ৷ তিনিই একমাত্র ভারতীয় যাঁর এই অধিকার আছে ৷ আইওসি ২০১৬ সালে এই ঘোষণা করে ৷ ইন্টারন্যাশানাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাথলিটস কমিশন গত বছর অভিনব বিন্দ্রাকেও এই সদস্যপদ দিয়েছে ৷
advertisement
আরও পড়ুন - ভেঙেচুরে গেল সব রের্কড, এবারের IPL-র আগে বিধ্বংসী ইনিংস মার্কাস স্টোয়নিসের, দেখুন
২০০৮ অলিম্পিক্সে শ্যুটিংয়ে ব্যক্তিগত বিভাগে সোনা জিতে নজির গড়েছিলেন অভিনব বিন্দ্রা ৷ ২০১৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশানল স্পোর্টস ফেডেরশনসের অ্যাথলিটস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন ৷
২০২০ সালের উইন্টার ইউথ অলিম্পিক গেমস শুরু হয়েছে ৯ জানুয়ারি থেকে চলবে ২০ জানুয়ারি অবধি ৷ এই নিয়ে তৃতীয়বার এই গেমসের আসর বসেছে ৷
আরও দেখুন