কমনওয়েলথ গেমসে সোনাজয়ী টেবিল টেনিস মহিলা দলের অন্যতম সদস্য মৌমা দাস বাড়ি ফিরেই জানিয়ে দিলেন তাঁর লক্ষ্য ২০২০ সালের অলিম্পিকে পদক জয় । তার জন্য যোগ্যতা অর্জন করতে দেশের হয়ে নিজেকে উজাড় করে দিতে চান তিনি । ৩৪ বছরে এসেও যে তাঁর জেতার খিদে ও দেশের হয়ে লড়ার ইচ্ছে বিন্দুমাত্র কমেনি, তা জানান মৌমা ৷ দেশের হয়ে খেলার আবেগ যে অন্যমাত্রার ৷ জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের সুর যে তাঁকে প্রবলভাবে উদ্বুদ্ধ করে সেটাও জানাতে ভোলেননি মৌমা ৷ আলাদা ভাবে প্রশংসা করলেন মনিকা বাত্রারও । উঠতি খেলোয়াড়দের জন্য মৌমার বার্তা , যতটুকু সময় খেলায় দিতে হবে তার মধ্যে নিষ্ঠার ত্রুটি না রেখে খেলাতে গভীর মনোনিবেশ করা আর ভালবেসে খেলা প্রয়োজন ।
advertisement
বাড়ি ফিরে নতুন উদ্যমে আবার অনুশীলন নেমে পড়বেন আগামি দিন থেকেই কিন্তু সোনা আর রুপো জিতে বাড়ি ফিরেও তার অস্বস্তির কাঁটা তার লাগেজ হারিয়ে যাওয়া । জেট এয়ারওয়েস কে বাড়তি ভাড়া দেওয়া সত্বেও তাদের দায়িত্বের গাফিলতি তাকে পীড়া দিচ্ছে । দিল্লি এয়ারপোর্ট থেকে তিনি ব্যাগটি আর চেকিং এর পর থেকে ফেরত পান নি । সোনা আর রুপো জিতে দেশে ফিরে কাস্টমস তার ব্যাগ আটকায় ও বলা হয় এতে ইলেকট্রনিক গ্যাজেট ছিল । মৌমার বক্তব্য এরকম কিছু ছিল না আর তাকে হতবাক করে এরপর জানানো হয়েছে ব্যাগ পাওয়া যাচ্ছে না ।তাঁর অভিযোগ দায়িত্বশীল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছেন না ।সোনা আর রূপোর পদক নিয়ে বাড়ি ফিরলেও এখনও অনেক দরকারী সরঞ্জাম তার খোয়া যাওয়া ব্যাগে রয়ে গিয়েছে ৷