আইজলে রাজ্য গেমসের আসর বসেছিল ৷ সেখানেই সোমবার এই ছবি তোলা হয় ৷ ছবিতে দেখা যাচ্ছে লাভেনতুলাঙ্গি নিজের সাত মাসের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন ৷ ফেসবুকে ছবিটি শেয়ার হয়েছে নিনগ্লুন হাঙ্গালের হ্যান্ডেল থেকে ৷
ছবির ট্যাগলাইনে লেখা হয়েছে, "A stolen moment to feed her 7 month old baby in between a game was captured," "-যার মানে -‘‘একজন সাত মাসের সন্তানকে দুধ খাওয়ানোর এই মুহূর্ত চুরি করা হয়েছে ৷
advertisement
তাঁর সাহসিকতা, মানবিকতা সবকিছুকেই সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ করা হচ্ছে ৷ গেমসের আসরে বিশেষ অনুমতি নিয়ে অ্যাথলিট তাঁকে মাঠে নিতে গিয়েছিল ৷ ম্যাচের বিরতি চলাকালীন তিনি সন্তানকে দুধ খাওয়ান ৷ এই ছবি দেখে রাজ্যের ক্রীড়ামন্ত্রী দারুণ খুশি ৷ তিনি এই অ্যাথলিটের জন্য দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন ৷
মিজোরামে ৯ থেকে ১৩ ডিসেম্বর রাজ্য গেমসের আসর বসেছে ৷
আরও দেখুন