TRENDING:

কৃত্রিম পা নিয়েই ম্যারাথনে বাজিমাত শহরের একমাত্র মহিলা ব্লেডরানারের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহরের একমাত্র ম্যারাথন ব্লেডরানার। দেড় বছর আগে দুর্ঘটনায় বাদ বাঁ-পা। অদম্য লড়াইয়ে সেই মেয়েই সবার আগে ছুটছেন ম্যারাথনে। অন্য মেধার সন্ধানে নিউজ 18-এর ক্যামেরা।
advertisement

মেধা সাহা যেন অন্য ধাতুতে গড়া। হ্যাঁ। ধাতুতেই। কারণ মেধা কলকাতার একমাত্র ম্যারাথন ব্লেড রানার। দেড় বছর আগেও মেধা ছিল আর ৫টা মেয়ের মত। পড়াশোনা। সঙ্গে খেলাধূলা। নিজের নামের দাম রেখেছিলেন মেধা। কিন্তু একটা দুর্ঘটনায় পাল্টে গেল সব।

দুর্ঘটনায় পা বাদ পড়ার মনোবল ভেঙে পড়েছিল। কিন্তু মনোবিদের সাহায্যে মেধা ফিরে পান সাহস। যোগ হয় ধাতব পা। ৩ মাসের মধ্যেই শহরে ম্যারাথনে অংশগ্রহণ করে সবার সেরা হয় মেধা। দুর্গাপুরের বাসিন্দা হলেও পড়াশোনার জন্য কলকাতায় থাকা। গতবছর ডিসেম্বরে কলকাতা 25K ম্যারাথনেও অংশ নিয়েছিলেন কলকাতার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। পরের মাসেই একটি বেসরকারি সংস্থার উদ্যোগে রয়েছে শহরে রয়েছে ম্যারাথন। তারই প্রস্তুতিতে মগ্ন মেধা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রিপোর্টার: শালিনী দত্ত

বাংলা খবর/ খবর/খেলা/
কৃত্রিম পা নিয়েই ম্যারাথনে বাজিমাত শহরের একমাত্র মহিলা ব্লেডরানারের