TRENDING:

Tokyo Olympics 2020: জ্বলে উঠল পূতাগ্নি, টোকিও অলিম্পিক স্টেডিয়ামে জ্বলবে ৮ অগাস্ট অবধি, দেখুন

Last Updated:

টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) জ্বলে উঠল মূল আগুন, সব বাধা বিঘ্ন কাটিয়ে ক্রীড়া দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইভেন্ট সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার আশায় গোটা পৃথিবী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: ভারতীয় সময় বিকেল সাড়ে চারটের সময় অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান৷ ২৩ জুলাই শুরু হল এবারের অলিম্পিক্স৷ কোভিড অতিমারির কারণে গত বছর নির্ধারিত সময়ে অলিম্পিক গেমস আয়োজন করা যায়নি৷ তাই এবছর হচ্ছে ২০২০ টোকিও অলিম্পিক্স৷ টোকিও অলিম্পিক স্টেডিয়ামে এখন চলছে গ্রেটস্ট শো অন দ্য আর্থ৷ ইতিমধ্যেই জ্বলে উঠল অলিম্পিক্সের পূতাগ্নি৷
advertisement

অলিম্পিক গেমসের মশাল রিলের শেষ কাবুকি অভিনেতা নাকামুরা কানকুরো (Nakamura Kankuro) মূল অগ্নিস্তম্ভে আগুন দিয়ে দেন৷ দেখে নিন সেই ঐতিহাসিক মুহূর্ত৷

Olympic cauldron -র পূতাগ্নি জ্বালিয়েই চিরকাল অলিম্পিক গেমসের সূচনা করা হয়৷ এবারে করোনা কালে অন্যরকমভাবে হলেও সেই নিয়ম মেনেই হল অগ্নি প্রজ্বলনের কাজ৷ মূল স্টেডিয়ামে জ্বলে ওঠার আগে একমাস ধরে সারা পৃথিবীর অ্যাথলিটদের হাতে হাতে ঘোরে এই আগুন৷

১৯২৮ সাল থেকে আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হিসেবে ধরা হয়৷ পুরনো সময়ে গ্রিসে যে খেলা শুরু হয়েছিল তাই চলছে৷ ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক গেমসে প্রথম এভাবে মশাল জ্বালানো শুরু হয়৷ গ্রিসের অলিম্পিয়ায় ছিল প্রথম অলিম্পিক গেমসের আসর৷

advertisement

এই অগ্নি প্রজ্জ্বলন অনুষ্ঠানে একটি প্যারাবলিক আয়নাতে সূর্যের রশ্মিকে ব্যবহার করে অলিম্পিক অগ্নি জ্বালানো হয়৷ তারপর সেই আগুন অলিম্পিক গেমসের মশাল জ্বালিয়ে রিলে শুরু হয়৷

সাধারণত গেমসের একমাস আগে থেকে এই দৌড় শুরু হয়৷ কিন্তু টোকিও অলিম্পিক্সের এক বছর আগে থেকে এই মশাল দৌড় শুরু হয়েছিল৷ প্রথম অগ্নি প্রজ্জ্বলন হয়েছিল ২০২০ সালের ১২ মার্চ৷ কারণ সেই সময়ে ২০২০ তে অলিম্পিক্স হওয়ার কথা ছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

অলিম্পিক্সের এই টর্চ এবার দেখতে জাপানের চেরি ব্লসমের (Japanese cherry blossom) সঙ্গে সাদৃশ্য রেখে করা হয়েছে৷ একটি পাঁচ পাপড়ির ফুলের মতো দেখতে একটি জায়গা থেকে আগুন রয়েছে৷ টর্চটি অ্যালুমিনিয়াম ও আবাসস্থল থেকে পাওয়া পুর্নব্যবহারযোগ্য বস্তু দিয়ে তৈরি৷ ২০১১ তে ভূমিকম্প ও সুনামির জেরে যে অস্থায়ী বাড়ি তৈরি হয়েছিল সেই অস্থায়ী বাড়ি থেকেই পাওয়া গেছে এই পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: জ্বলে উঠল পূতাগ্নি, টোকিও অলিম্পিক স্টেডিয়ামে জ্বলবে ৮ অগাস্ট অবধি, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল