TRENDING:

Happy Birthday , ৩৮ এ একইরকম তেজি Mary Kom

Last Updated:

এদিকে ১৪ জনের দল নিয়ে মেরিকম Boxam International Tournament খেলতে স্পেনে পাড়ি দিয়েছেন জন্মদিনের ঠিক আগের দিন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মেরি কম তাঁর নাম, তাঁকে আরও একটি নামেও তাঁর ফ্যানরা চেনেন, সেটা হল ‘Magnificent Mary'৷ নিজের স্বপ্ন ছুঁতে গেলে ঠিক কী করা উচিত তা নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন মেরি কম৷ মেরি কমের জন্মের সরকারি তারিখ ১৯৮৩-র ১ মার্চ৷ একবার রিংয়ের আসা নয় বারবার কামব্যাক করেছেন ম্যাগনিফিসেন্ট মেরি৷ নিজের কেরিয়ার শুরু করার পর দুই সন্তানের মা হন তিনি৷ জন্ম দেন যমজ সন্তানের৷ আজ তাঁর ৩৮ তম জন্মদিন৷ শুধু কেরিয়ারে ফিরে এসেই তিনি ক্ষান্ত হননি৷ তিনি একাধিক টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হন৷
advertisement

Photo Courtesy- Instagram

তিনি এশিয়ান অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়ন হন রেকর্ড ৬ বার৷

মেরিকম প্রথম মহিলা বক্সার সোনা জেতেন ২০১৪ -র এশিয়ান গেমসে৷

মেরিকম প্রথম মহিলা বক্সার যিনি ২০১৮ তে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন৷

মেরিকম একমাত্র মহিলা বক্সার যিনি ২০১২তে অলিম্পিক্সের মঞ্চে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দেন৷ তিনি ৫১ কেজির ফ্লাইওয়েট ক্যাটাগরিতে লড়েছিলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

মেরি কম বক্সিংয়ের প্রথমবারে ২০০১ সালে রুপো জিতেছিলেন এবং এরপর পাঁচবার ২০০২,২০০৫, ২০০৬, ২০০৮,২০১০ এ সোনা জিতেছিলেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Happy Birthday , ৩৮ এ একইরকম তেজি Mary Kom
Open in App
হোম
খবর
ফটো
লোকাল