TRENDING:

কমনওয়েলথে ভারতের হয়ে তৃতীয় সোনা জিতলেন সতীশকুমার শিবলিঙ্গম

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোল্ড কোস্ট :   কমনওয়েলথে ভারতীয় ভারোত্তলকদের জয়জয়কার ৷ এ বার পুরুষদের ৭৭ কেজি বিভাগে সোনা জিতলেন সতীশ কুমার শিবালিঙ্গম ৷ সতীশের এই জয়ে এখন পর্যন্ত কমনওয়েলথ থেকে তিনটি সোনা জিতেছে ভারত ৷ সবক’টি সোনাই এসেছে ভারোত্তলক বিভাগ থেকে ৷ তামিলনাড়ুর সতীশের আগে ভারতের হয়ে এ বছর কমনওয়েলথে সোনা জিতেছেন মীরাবাই চানু,সঞ্জিতা চানু  ৷ সতীশকুমারকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ  ৷
advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কমনওয়েলথে ভারতের হয়ে তৃতীয় সোনা জিতলেন সতীশকুমার শিবলিঙ্গম