TRENDING:

Tokyo Olympics 2020: প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লাভলীনা, অলিম্পিক্সে বক্সিংয়ে শেষ ১৬ তে পঙ্ঘাল

Last Updated:

একাধিক বক্সার বাই পেয়ে পৌঁছে গেলেন টোকিও অলিম্পিক গেমসের (Tokyo Olympics) প্রি কোয়ার্টার ফাইনালে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: টোকিও অলিম্পিক্সে প্রথমদিনে ভালো খবর এল মহিলা বক্সার লাভলীনার পক্ষে৷ বক্সিংয়ে তাঁকে পদক আশা হিসেবে দেখছে গোটা দেশের বক্সিং মহল৷ প্রথম ম্যাচে বাই পেয়ে ৬৯ কিলো বক্সিংয়ের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লাভলীনা (Lovlina Borgohain)  ৷ তিনি ছাড়াও এদিন প্রি কোয়ার্টার ফাইনালে গেলেন অমিত পঙ্ঘাল৷
advertisement

লাভলীনা -র শেষ ১৬ তে প্রতিপক্ষ নাদিন অপেত্জ -র মুখোমুখি হবেন৷ এদিকে এদিন বাই পেয়েছেন সিমরনজিত কউর৷ প্রি কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের সদাপোন্র সিসোনদি -র বিরুদ্ধে খেলবেন৷ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয়ী সতীশ কুমার (৯১ কিলোগ্রামের বেশি) বিভাগে প্রথম পর্বে বাই পেয়েছেন৷ অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতের প্রথম সুপার হেভিওয়েট বক্সার হবেন৷ সেখানে প্রি কোয়ার্টার ফাইনালে রিকার্ডো ব্রাউনের বিরুদ্ধে খেলবেন৷ জেতার পর উজবেকিস্তানের শীর্ষস্থানাধিকারী বখাদির জালোলোবের বিরুদ্ধে খেলবেন৷ জালোলবা বর্তমানের বিশ্ব চ্যাম্পিয়ন এবং তিনবারের এশিয়ান চ্যাম্পিয়ন৷

advertisement

Tokyo 2020 Olympic Games করোনা ভাইরাসের ধাক্কায় এক বছরের জন্যে পিছিয়ে গিয়েছিল৷ জুলাই ২৩ তারিখে তিরন্দাজি, শ্যুটিং, রোয়িং, এবং ইকুস্ট্রিয়ান গেমসের প্রথম দিনেই আয়োজিত হচ্ছে৷ তবে জাপানে ভারতীয়দের জন্য দিনের শুরুটাই ভালো হয়নি৷ বিশ্বের এক নম্বর দীপিকা কুমারী ব্যক্তিগত রাউন্ডে (women's recurve category) নবম হয়ে শেষ করেন৷ এদিকে এদিন বিকেল সাড়ে চারটায় হবে টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান৷ পরের দিন যে যে অ্যাথলিটের ইভেন্ট রয়েছে তারা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন না যেহেতু করোনা ভাইরাস প্রভাব রয়েছে৷ অতনু দাস এদিন নিজের ইন্ডিভিজুয়াল ইভেন্টে অংশ নেবেন৷

advertisement

এদিন বক্সিং রিংয়ে নামবেন ভারতের লাভলীনা বোরগোহেন (Lovlina Borgohain)  তিনি ৬৯ কিলো বিভাগে নামবেন৷ মাত্র ২৪ বছরের বক্সার অসমের এক ছোট্ট গ্রাম থেকে টোকিও-র টিকিট নিশ্চিত করেছেন৷ অসমের গোলাঘাট জেলার সরুপথর বিধানসভার বরোমুখিয়া গ্রামের বাসিন্দা লাভলীনা৷ তাঁর গ্রামে মাত্র ২০০০ মানুষের বাস৷ তিনি দুবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন৷ তিনিই প্রথম ভারতীয় বক্সার হিসেবে এবারের অলিম্পিক্সের টিকিট পেয়েছিলেন৷ লাভলীনা ১.৭৭ মিটার লম্বা৷ লাভলীনাকে নিয়ে তাঁর পরিবার ও তাঁর প্রতিবেশীদের গর্বের শেষ নেই৷ লাভলীনার বাবা আশা মেয়ে পদক এনে দেশের মুখ উজ্জ্বল করবেন৷

advertisement

Boxer lovlina borgohain from assam to tokyo olympics 2021 muhammad ali fan

তাঁর এক প্রতিবেশী স্বপন চক্রবর্তী বলেন, ‘‘গ্রামে বক্সিংয়ের কোনও প্রশিক্ষক নেই, রিং নেই, খালি নিজের পরিশ্রমে লাভলীনা এই জায়গায় পৌঁছেছে৷ আশা ও স্বর্নপদক জিতে দেশের নাম উজ্জ্বল করবে৷’’ ম্যাচের আগে অসমে প্রস্তুতি সেরেছেন এই ২৪ বছরের বক্সার৷ ১৩ বছর বয়সে লাভলীনা ও তাঁর যমজ বোনকে কিক বক্সিং শেখানোর জন্য পাঠানো হয় .তাঁরা জাতীয় স্তরে পৌঁছে গিয়েছিলেন৷ এরপর লাভলীনা বক্সিংয়ে চলে আসেন৷ তাঁর মা মমোনী জানিয়েছেন তাঁর মেয়ে স্কুলে থাকাকালীন সবধরণের খেলায় অংশ নিতেন৷

advertisement

তিনি আরও জানিয়েছেন , ‘‘একবার লাভলীনা-র বাবা কাগজে মুড়ে মিষ্টি নিয়ে এসেছিলেন, সেখানে মহম্মদ আলির বিষয়ে খবর বেরিয়েছিল৷ সেটা পড়েই বক্সিংয়ে প্রথম আগ্রহ তৈরি হয়৷ ’’

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে ব্যবসা শুরু, এখন দেখার মতো অবস্থা! অন্যদের দেখাচ্ছেন অঢেল আয়ের পথ
আরও দেখুন

ক্লাস ৯ থাকাকালীন সাইয়ের এক প্রশিক্ষকের নজর তাঁর ওপর পড়ে তখন থেকেই তিনি বক্সিংয়েই আরও উন্নতি শুরু করেন৷ লাভলীনা মহম্মদ আলির পাশাপাশি মাইক টাইসনেরও ফ্যান৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লাভলীনা, অলিম্পিক্সে বক্সিংয়ে শেষ ১৬ তে পঙ্ঘাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল