TRENDING:

এশিয়াডে সোনার দৌড় বাংলার স্বপ্নার, হেপ্টাথলনে দেশকে এনে দিলেন প্রথম সোনা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জাকার্তা: জলপাইগুড়ি শহর থেকে একটু দূরে। পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোষপাড়া। গোটা দেশের মত ঘোষপাড়ার বর্মন পরিবারেরও আজ, বুধবার চোখ ছিল টিভিতে। কারণ বাড়ির মেয়ে স্বপ্না সুদূর জাকার্তায় নেমেছিলেন সন্ধেয়। হেপ্টথলনের ফাইনালে।
advertisement

একদিকে যেমন চাপা টেনশন। অন্যদিকে তেমনি আত্মবিশ্বাস। স্বপ্না দেশের মুখ উজ্জ্বল করবে। এমন বিশ্বাস ছিলই ৷ শেষপর্যন্ত এশিয়াডের মঞ্চে দেশ এবং বাংলার নাম উজ্জ্বল করতে সফল তিনি  ৷ হেপ্টাথলনে সোনা জিতলেন স্বপ্না ৷ ট্যুইটারে তাঁকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

সোনা জিততে হেপ্টাথলনের ৭টা ইভেন্টেরও অপেক্ষা করতে হল না স্বপ্নাকে ৷ ৬ নম্বর ইভেন্টেই এদিন সোনা নিশ্চিত করলেন স্বপ্না ৷ এশিয়াডে হেপ্টাথলনে এই প্রথমবার সোনা জয় ভারতের ৷ ৬০২৬ পয়েন্ট পেয়ে সোনা জিতলেন স্বপ্না ৷

বাংলা খবর/ খবর/খেলা/
এশিয়াডে সোনার দৌড় বাংলার স্বপ্নার, হেপ্টাথলনে দেশকে এনে দিলেন প্রথম সোনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল