TRENDING:

Asian Games 2018: অলিম্পিক-জয়ীকে এক ঘুঁসিতেই...! এশিয়াডে সোনা ভারতের বক্সার অমিতের

Last Updated:

প্রতিপক্ষ বেশ কঠিন ছিল৷ অলিম্পিক চ্যাম্পিয়ন দুসমাতভ বক্সিং দুনিয়ায় বড় নাম৷ সেই তুলনায় খানিকটা আন্ডারডগই ছিলেন ভারতের অমিত৷ কিন্তু মনের জোরটা ছিল অপরিসীম৷ যার নির্যাস, কঠিন লড়াইয়ে দুসমাতভকে ধরাশায়ী করলেন অমিত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জাকার্তা: এশিয়াডে ফের সোনা ভারতের৷ এ বার সোনা জিতলেন ভারতের বক্সার অমিত পঙ্ঘল৷ পুরুষদের ৪৯ কেজি বিভাগে অলিম্পিক চ্যাম্পিয়ন উজবেকিস্তানের হাসানবয় দুসমাতভকে হারিয়ে সোনা নিশ্চিত করলেন অমিত৷
advertisement

প্রতিপক্ষ বেশ কঠিন ছিল৷ অলিম্পিক চ্যাম্পিয়ন দুসমাতভ বক্সিং দুনিয়ায় বড় নাম৷ সেই তুলনায় খানিকটা আন্ডারডগই ছিলেন ভারতের অমিত৷ কিন্তু মনের জোরটা ছিল অপরিসীম৷ যার নির্যাস, কঠিন লড়াইয়ে দুসমাতভকে ধরাশায়ী করলেন অমিত৷ প্রথমে খানিকটা রক্ষণাত্মক খেলছিলেন অমিত৷ ধীরে ধীরে জোর বাড়ান৷

অমিতই একমাত্র ভারতীয় বক্সার, যিনি এ বছরের এশিয়ান গেমসে ফাইনালে পৌঁছন৷ প্রথম রাউন্ডে দুসমাতভের কাছে বেগ পান অমিত৷ দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ান৷ ভারতীয় বক্সারের কয়েকটি দুর্দান্ত হিট সামলাতে পারেননি উজবেক প্রতিপক্ষ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত বছর হামবুর্গ ওয়ার্ল্ড চ্যাম্পিয়শিপে এই দুসমাতভের কাছেই কোয়ার্টার ফাইনালে পরাজিত হন অমিত৷ সেমি ফাইনালে ফিলিপিন্সের কার্লো পালামকে ৩-২ হারিয়েছিলেন ভারতের ২২ বছর বয়সি এই সেনা জওয়ান৷ কমনওয়েল্থ গেমস-এও রুপো পান তিনি৷

বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2018: অলিম্পিক-জয়ীকে এক ঘুঁসিতেই...! এশিয়াডে সোনা ভারতের বক্সার অমিতের