TRENDING:

‘পিভি সিন্ধ‌ুকে বিয়ে করতে চাই, নয়তো কিডন্যাপ করব’, পিটিশন দাখিল করলেন ৭০ বছরের বৃদ্ধ!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: সত্যি ভাললাগার মতোই মেয়ে তিনি ৷ প্রেমে পড়া যায় তাঁর মতো গুণী মেয়ের ৷ অনুমান করাই যায়, দেশে তাঁর গুণগ্রাহী এবং পাণিপ্রার্থীর নেহাত কম নেই ৷ কিন্তু তা বলে এমন প্রেমের প্রস্তাবও যে আসতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি অলিম্পিকে রুপো জয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধ‌ু ৷
advertisement

পিভি সিন্ধ‌ুর প্রেমে পাগল বৃদ্ধ তামিলনাডু়র রামনাথপুরমের বাসিন্দা ৭০ বছরের মালায়স্বামী ৷ প্রেমের ইচ্ছে বলে কথা...সিন্ধ‌ুকে বিয়ে করতে চেয়ে একেবারে জেলাশাসকের কাছে পিটিশন দাখিল করে বসলেন বৃদ্ধ! সদ্য ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ২৪ বছরের সিন্ধ‌ুকে বিয়ে না করতে পারলে তিনি তাঁকে অপহরণ করতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন মালায়স্বামী ৷

সেরা ভিডিও

আরও দেখুন
২ ফুটের ‘জায়েন্ট রোল’ তাও মাত্র ৫০ টাকায় ! জানেন কোথায় পাবেন?
আরও দেখুন

মঙ্গলবার পিভি সিন্ধ‌ুর একটি ছবি ও বিয়ের ইচ্ছে প্রকাশ করে চিঠি লিখে নিজে গিয়ে জেলাশাসকের অফিসে জমা দেন ওই বৃদ্ধ ৷ তাঁর কথায়, ‘‘আমার বয়স মাত্র ১৬৷ ২০০৪ সালে ৪ এপ্রিল জন্মেছি৷ আমি সিন্ধ‌ুকে জীবনসঙ্গিনী হিসাবে চাই৷’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘পিভি সিন্ধ‌ুকে বিয়ে করতে চাই, নয়তো কিডন্যাপ করব’, পিটিশন দাখিল করলেন ৭০ বছরের বৃদ্ধ!