TRENDING:

স্টারকে সরিয়ে ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর এবার কারা ?

Last Updated:

ফের নতুন সংস্থার লোগো দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের নতুন সংস্থার লোগো দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ৷ স্টারকে সরিয়ে এবার মেন ইন ব্লু’দের নতুন স্পনসর মোবাইল নির্মাতা সংস্থা ‘অপ্পো’ ৷
advertisement

আগামী ১ এপ্রিল থেকেই ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখা যাবে নতুন স্পনসরের লোগো ৷ বিসিসিআই-এর টালমাটাল অবস্থায় আর বোর্ডের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি স্টার ৷ দীর্ঘ চার বছর ধরেই ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ ছিল স্টার ৷ সেই চুক্তি আপাতত শেষ ৷ বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়ার টেস্ট জয়ের দিনেই নতুন স্পনসরের নাম ঘোষণা করল বিসিসিআই ৷ গত মাসেই বিসিসিআই-এর সঙ্গে চুক্তি খারিজ করে স্টার ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, অ্যাপারেল স্পনসরের জন্য আবেদন জানাচ্ছে না সংস্থা। সেসময়ের থেকেই নতুন স্পনসরের খোঁজ শুরু করে বিসিসিআই। এই চুক্তির আওতায় থাকছে, অফিসিয়াল টিম স্পনসর ও ভারতীয় পুরুষ, মহিলা, ভারতীয় ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের কিটসের স্পনসরশিপ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিন আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২২ পর্যন্ত ভারতের ক্রিকেট ক্যালেন্ডারও ঘোষণা করেছে বোর্ড ৷ আগামী পাঁচ বছরে ৬২টি টেস্ট, ১৫২টি ওয়ান ডে এবং ৪৫টি টি২০ ম্যাচ খেলবেন বিরাটরা ৷

বাংলা খবর/ খবর/খেলা/
স্টারকে সরিয়ে ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর এবার কারা ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল