মজার ব্যাপার হল, দুবারই এমন ঘটনা ঘটেছে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে। এমনই একটি স্মরণীয় ঘটনা ১৯৬০ এর দশকের ক্রিকেটার আব্বাস আলী বেগের সঙ্গে ঘটেছিল। তিনি এক সময় হ্যান্ডসাম এবং গুড লুকিং হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ফ্যান ফলোয়িং ছিল খুবই বড়। তিনি ছিলেন অসাধারণ ব্যাটসম্যানও।
সেই সময়ে মেয়েদের মধ্যে আব্বাস আলী বেগের প্রতি প্রচুর পাগলামি ছিল। তাঁর মধ্যে এমন এক আকর্ষণ ছিল যে যেখানে-তখন তিনি মেয়েদের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যেতেন। আব্বাস আলী বেগ হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। এক ধনী পরিবারের সন্তান ছিলেন তিনি। তিনি লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমের জন্যও খেলতেন।
advertisement
তাঁকে ভারতীয় ক্রিকেটের ‘গ্ল্যামার বয়’ বলা হত। ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ চলাকালীন আব্বাস আলী বেগ তাঁর দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেছিলেন। সেই দিন একটি এমন ঘটনা ঘটেছিল, যার আলোচনা আজও হয়।
মুম্বইয়ের ব্রেবর্ন স্টেডিয়ামের স্ট্যান্ড থেকে ২০ বছর বয়সী এক মহিলা দৌড়ে এসে আব্বাস আলী বেগ-এর গালে চুমু দিয়ে চলে যান। বেগ প্রথম ইনিংসে আগেই হাফ সেঞ্চুরি করেছিলেন। সেই ঘটনা দেখে বিজয় মার্চেন্ট অবাক হয়ে গিয়েছিলেন।
সেই সময় এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত সাহসী পদক্ষেপ ছিল। এই ঘটনার কারণে অনেক মানুষ অবাক হয়ে গিয়েছিলেন। সারা দেশে হইচই তৈরি হয়ে গিয়েছিল। তিনি ছিলেন মাঠে কোনও মহিলার দ্বারা চুমু খাওয়া প্রথম ক্রিকেটার।
আরও পড়ুন- ভারতের নামে কুকথা বলা আফ্রিদির সঙ্গে হেসে-হেসে আড্ডা! অজয় দেবগণের ভাইরাল ছবি কি আসল?
সেই সময় অল ইন্ডিয়া রেডিওতে বিশেষজ্ঞ কমেন্ট্রি দিচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটার বিজয় মার্চেন্ট। তিনি একটি মজার মন্তব্য করেন। তিনি বলেছিলেন, “আমি যখন সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করি তখন এই তরুণীরা কোথায় থাকে!”
আব্বাস আলী বেগকে চুমু দেওয়া মহিলার পরিচয় আজও রহস্য হয়ে রয়ে গেছে। কেউই জানেন না, তিনি কে ছিলেন! আব্বাস আলী বেগ ডেবিউ টেস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তিনি মাত্র ১০টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। বেগ ২৩৫টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছিলেন। ২১টি সেঞ্চুরি এবং ৬৪টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে।