ইডি সূত্রে জানা গিয়েছে, মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে যুবরাজ সিংয়ের সম্পত্তির মূল্য প্রায় ২.৫ কোটি টাকা, রবিন উথাপ্পার ৮.২৬ লক্ষ টাকা, উর্বশী রাউতেলার ক্ষেত্রে ২.০২ কোটি টাকা, সোনু সুদের ১ কোটি টাকা এবং নেহা শর্মার ১.২৬ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তবে উর্বশী রাউতেলার বাজেয়াপ্ত সম্পত্তি তাঁর মায়ের নামে নথিভুক্ত বলে জানা গিয়েছে।
advertisement
এই মামলায় অভিযোগ, বেআইনি অনলাইন বেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করা হয়েছে এবং আর্থিক তছরুপের ঘটনা ঘটেছে। সেই অভিযোগের তদন্তে নেমে ইডি একাধিক সেলিব্রিটি ও প্রাক্তন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছে। বিশেষ করে 1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপকে কেন্দ্র করে তদন্ত জোরদার করা হয়।
এর আগেও একই মামলায় যুক্ত থাকার অভিযোগে শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেয় ইডি। তাঁদের প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এর মধ্যে রায়নার প্রায় ৬ কোটি ৬৪ লক্ষ টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের প্রায় ৪.৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি অন্তর্ভুক্ত ছিল।
